নিষিদ্ধ হলে নির্বাচনে লড়তে পারবে না আওয়ামিল লিগ : সিইসি

৩০ ডিসেম্বর : সরকার কিংবা আদালত যদি আওয়ামি লিগকে নিষিদ্ধ না করে তাহলে দলটির নির্বাচনে অংশ নিতে বাধা নেই বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। সোমবার চট্টগ্রাম সার্কিট হাউজে বিভাগের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন তিনি।

টানা ১৬ বছর ক্ষমতায় থাকা আওয়ামি লিগ এখন বাংলাদেশে রাজনীতি করারই সুযোগ পাচ্ছে না। ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে দলীয় প্রধান শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে অবস্থান নিয়েছেন। দলের কেন্দ্রীয় নেতারাও বিভিন্ন দেশে পালিয়ে গেছেন। কেউ কেউ দেশে থাকলেও আছেন আত্মগোপনে। অনেকে আবার গ্রেফতার হয়ে কারাগারে আছেন। এমন অবস্থার মধ্যে সংসদ নির্বাচন নেওয়ার দাবি জানাচ্ছে বিএনপি-জামায়াতসহ অনেক রাজনৈতিক দল।
খবর : দৈনিক ইনক্লাব ডিজিটাল।

নিষিদ্ধ হলে নির্বাচনে লড়তে পারবে না আওয়ামিল লিগ : সিইসি

Author

Spread the News