মিজোরামে গভীর খাদে লরি, মৃত্যু খালাসির
রাজীব মজুমদার, ধলাই।
বরাক তরঙ্গ, ২৯ ডিসেম্বর : ফের মিজোরামে সড়ক দুর্ঘটনায় মৃত্যু ঘটল কাছাড়ের এক যুবকের। মৃত যুবক পালংঘাটের বাসিন্দা রাজীব রায় ওরফে লাড্ডুর (২৭)। তিনি লরির খালাসি ছিলে। জানা যায়, শনিবার রাত ১১ টা নাগাদ ৩০৬ নম্বর শিলচর-আইজল জাতীয় সড়কের খামরাঙ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে গড়িয়ে পড়ে লরি। দুর্ঘটনাটি আইজল থেকে শিলচরে আসার সময় ঘটেছে। এএস ০১ এস ৪৭১০ নম্বরের লরির সামনের দিক সম্পূর্ণ দুমড়ে মুছড়ে যায়। লরির ভেতরে আটকা পড়েন চালক রুকনি প্রথম খণ্ডের বাসিন্দা ফুলহাস উদ্দিন বড়ভূইয়া (৩০) ও খালাসি রাজীব রায়। উদ্ধারে এগিয়ে আসেন পথ চলিত অন্যান্য গাড়ির চালক সহচালক এবং স্থানীয় মিজো সংগঠন আইএমএর সদস্যরা। দীর্ঘ প্রচেষ্টার পর লরির ভেতর থেকে চালককে গুরুতর আহত ও খালাসিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
দুর্ঘটনার খবরে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। পুলিশ আহত ফুলহাস উদ্দিনকে চিকিৎসার জন্য আইজল অসামরিক হাসপাতালে পাঠায়। পাশাপাশি রাজীব রায়ের মৃতদেহ উদ্ধার করে মরণোত্তর পরীক্ষার জন্য একই হাসপাতালে পাঠানো হয়। এদিকে, রবিবার বিকেলে আহত ফুলহাস উদ্দিনকে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।