প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংকে শ্রদ্ধাঞ্জলি শিলচর জেলা কংগ্রেসের
বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ২৮ ডিসেম্বর : প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও স্মরণসভার আয়োজন করল শিলচর জেলা কংগ্রেস কমিটি। প্রয়াতের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ আত্মার সদগতি কামনা করলেন জেলা কংগ্রেস কর্মকর্তারা। শনিবার দলীয় কার্যালয়ে এক সভায় প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত ড. মনমোহন সিং এর জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন বক্তারা। পরে এক মিনিটের মৌনতা পালন করেন। প্রয়াতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন কংগ্রেসের কর্মকর্তারা।
সভায় জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল বলেন, ড. মনমোহন সিং একজন দার্শনিক হওয়ার পাশাপাশি বিশ্বে এক বড় অর্থনীতিবিদ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন। ভারতের ১৪তম ও চতুর্থতম দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী ছিলেন তিনি। মনমোহন সিং এর মতো একজন প্রভাবশালী ব্যক্তিত্বকে হারানোয় কংগ্রেসে বিশাল ক্ষতি হওয়ার পাশাপাশি দল শূন্য হয়ে পড়েছে। শুধু কংগ্রেস দল নয়, দেশের প্রত্যেক দল ও সংগঠন একজন রত্নকে হারিয়েছে বলে মন্তব্য করেন জেলা সভাপতি অভিজিৎ পাল। মনমোহন সিং এর দিক ও নির্দেশনায় আগামী প্রজন্ম যাতে দলের ভিতকে শক্তিশালী করে রাষ্ট্রের সেবায় এগিয়ে আসে এই আশা ব্যক্ত করেছেন তিনি।
বক্তারা জানান, ২০০৪ সাল থেকে ২০১৪ পর্যন্ত দেশ সেবায় বলিষ্ঠ নেতৃত্ব দিয়েছেন ড. মনমোহন সিং। অর্থনৈতিক সমস্যায় দেশের প্রত্যেক রাজ্য যখন সঙ্কটের মুখে ছিল তখন তাঁর বলিষ্ঠ ভূমিকা বিশ্ববাসীর নজর কেড়েছে। সভায় প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-কে মরণোত্তর সম্মাননা প্রদান করার প্রস্তাব গ্রহণ করেছে দল। যা শীঘ্রই কেন্দ্রীয় সরকারের কাছে তুলে ধরা হবে। মনমোহন সিং-কে হারানোর অফুরন্ত ক্ষতি কখনও পূরণ করা সম্ভব হবে না দলের পক্ষে। আগামীতে চলার পথে উনার মার্গ দর্শনই প্রত্যেক কর্মীদের অনুপ্রেরণা যোগাবে বলে এদিন আশা প্রকাশ করেছেন বিভিন্ন বক্তারা।
সভায় বড়খলার বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর, সঞ্জীব রায়, সূর্যকান্ত সরকার, ডাঃ এম শান্তিকুমার সিংহ, সুজন দত্ত, মহিলা কংগ্রেসের সভানেত্রী বন্দিতা ত্রিবেদী রায় সহ দলের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।