ধুবড়িতে এনকাউন্টার পুলিশের, গুলিবিদ্ধ 

বরাক তরঙ্গ, ২৮ ডিসেম্বর : ফের এনকাউন্টার অসম পুলিশের। শুক্রবার মধ্যরাতে পুলিশের গুলিতে জখম হল বিলাসিপাড়ার গুলিবর্ষণের ঘটনার মাস্টারমাইন্ড নুর আলম। রাতে বিলাসিপাড়ার পাইকান্ডারা দ্বিতীয় খণ্ড গ্রামে নিয়ে যাওয়া হয় একটি গোপন অস্ত্র দেখানোর জন্য। কড়া নিরাপত্তার মধ্যে নূর আলমকে বিলাসিপাড়ার পাইকানকাদারা গ্রামে নিয়ে যাওয়া হয়। ঘন কুয়াশা ধীরে ধীরে কনভয় এগিয়ে গেল। পুলিশের গাড়িগুলি লুংলুঙ্গি রাস্তায় এগিয়ে যায়। কিন্তু আচমকাই শোরগোল পড়ে যায়। পুলিশের গাড়িতে বসা নূর আলম পুলিশের অস্ত্র ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে।

অন্ধকারের মধ্যে পুলিশ তাকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশের গুলি নূর আলমের ডান পায়ে বিদ্ধ হয়। পুলিশ আবার গুলিবর্ষণের ঘটনার মাস্টারমাইন্ড নূর আলমকে গ্রেফতার করে। গুলিবিদ্ধ নূর আলমকে বিলাসিপাড়ার আদর্শ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু চিকিৎসকরা তাকে মেডিক্যাল কলেজে রেফার করেন। বর্তমানে তিনি মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ধুবড়িতে এনকাউন্টার পুলিশের, গুলিবিদ্ধ 

উল্লেখ্য, ২৬ নভেম্বর সন্ধ্যায় রানিগঞ্জ বাজারে একটি ভয়াবহ গুলিবর্ষণের ঘটনা ঘটে। সন্ধ্যায়, তিন সশস্ত্র ব্যক্তি এসবিআই-এর একটি কাস্টমার কেয়ার সেন্টারে নির্বিচারে গুলি চালায়। গুলিতে ওয়াহিদুর রহমান ও রতন রাই সহ তিনজন আহত হন।

Author

Spread the News