গুয়াহাটিতে দিনদুপুরে ছুরিকাঘাতে আহত তরুণীর মৃত্যু
বরাক তরঙ্গ, ২৬ ডিসেম্বর : গুয়াহাটি মহানগরের রাজপথে ছুরিকাঘাত তরুণীর মৃত্যু ঘটল। মৃত তরুণীর নাম মৌসুমী গগৈ। তিনি একজন স্বাস্থ্যকর্মী। বৃহস্পতিবার মহানগরের লাস্টগেটে নাহারানি রোডে দিনদুপুরে এ ভয়ঙ্কর ঘটনা ঘটে। নাহারানি রোডের ১৪ নম্বর বাড়ির সামনে ঘটনাটি ঘটে।
রেপিডোর জন্য অপেক্ষা করার সময়, তরুণীকে আক্রমণ করে দুষ্কৃতি। সেসময় সুইফ্ট ডেজায়ার বাহনে এক তরুণী এসেছিল। ছুরিকাঘাতের পর হামলাকারী ওই গাড়িতে পালিয়ে যায়। হামলায় গুরুতর আহত হয়েছেন তরুণী। তাঁকে গুয়াহাটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসারত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন।