শিলচর শহরে সাড়ম্বরে পালিত বড়দিন, উপচে পড়া ভিড় গির্জায়

শিলচর শহরে সাড়ম্বরে পালিত বড়দিন, উপচে পড়া ভিড় গির্জায়

বরাক তরঙ্গ, ২৫ ডিসেম্বর : সারা বিশ্বের সাথে বুধবার বরাক উপত্যকার তিন জেলায়ও বড়দিন সাড়ম্বরে পালন করা হয়। এদিন সকালথেকেই শিলচরের বিভিন্ন গির্জায় আয়োজন করা হয় নানা ধর্মীয় অনুষ্ঠান। এদিন সকালে বাইবেল পাঠ ও প্রার্থনা সভায় অংশ নেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। বড়দিন উপলক্ষে শিলচরের ওরিয়েন্টাল স্কুল, হলিক্রস স্কুল, ডনবস্কো সহ বিভিন্ন গির্জায় উপস্থিত হয়ে আনন্দে মাতোয়ারা হয়ে উঠেন তাঁরা। বড়দিন উপলক্ষ্যে শহরের প্রতিটি গির্জাকে আকর্ষণীয়ভাবে সাজিয়ে তোলা হয়েছে। বিভিন্ন স্থানে যীশু খ্রিস্টের জীবনের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। বিকেলে তরুণ-তরুনী সহ বিভিন্ন ভাষা জনগোষ্ঠীর মানুষ উৎসবে সামিল হয়ে বড়দিনকে মিলন ক্ষেত্রে পরিণত করেছেন।

শিলচর শহরে সাড়ম্বরে পালিত বড়দিন, উপচে পড়া ভিড় গির্জায়

উল্লেখ্য, ২৫ ডিসেম্বর খ্রিস্ট ধর্মাবলম্বীদের কাছে খুবই তাৎপর্যপূর্ণ। কারণ খ্রিসমাস বা বড়দিন খ্রিস্ট সম্প্রদায়ের বড় উৎসব। প্রায় ২ হাজার বছর আগে মা মেরির গর্ভে জন্মে ছিলেন যীশু। এবং এরপর থেকেই একের পর এক অলৌকিক ঘটনা ঘটে। কিন্তু যীশুর শিক্ষা ও অলৌকিক কাজ ইহুদিদের মনে হিংসাত্মক ভাবনার সৃষ্টি করে। তারা যীশুর বিরুদ্ধে রোমান শাসকদের কাছে ধর্ম অবমাননার অভিযোগ এনে ক্রুশে দিয়ে যীশুকে হত্যা করে। মাতা মেরির গর্ভ থেকে যীশু ২৫ ডিসেম্বর জন্ম গ্রহণ করেছেন বলে দিনটিকে বড়দিন হিসেবে গোটা বিশ্ব পালন করে আসছে। তাঁরা দিনটিকে আনন্দ ও মুক্তির দিন হিসেবে পালন করে থাকেন।

শিলচর শহরে সাড়ম্বরে পালিত বড়দিন, উপচে পড়া ভিড় গির্জায়

Author

Spread the News