কৌশিককে সংবর্ধনা, পুর নিগমে একজন প্রতিনিধি চাইল মাড়োয়াড়ি সম্মেলন

কৌশিককে সংবর্ধনা, পুর নিগমে একজন প্রতিনিধি চাইল মাড়োয়াড়ি সম্মেলন

বরাক তরঙ্গ, ২৫ ডিসেম্বর : মন্ত্রী কৌশিক রায়কে সংবর্ধনা জানালো মাড়োয়ারি সম্মেলন শিলচর শাখা সহ বিভিন্ন সামাজিক ধর্মীয় সংগঠন।  শিলচর শহরের এক রেসিডেন্সি হোটেলের মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বুধবার অনুষ্ঠানে শাল, উত্তরীয়, স্মারক ও ছবি ইত্যাদি উপহার দিয়ে তাঁকে সম্মানিত করা হয়।

অনুষ্ঠানে মন্ত্রী কৌশিক রায় কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি তাঁর সংগ্রামী জীবনী বর্ণনা করে লক্ষীপুরের উন্নয়নের কাজের বিবরণ দেন এবং পাঁচ বছরে বরাক উপত্যকাকে সমৃদ্ধ করার প্রতিশ্রুতি দেন। এ দিন স্বাগত বক্তব্যে চেয়ারম্যান মুলচাঁদ বৈদ বরাক উপত্যকার উন্নয়নের পাশাপাশি পুর নিগমে মাড়োয়ারি সম্প্রদায়ের অন্তত একজন প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করার অনুরোধ জানান। পৃষ্ঠপোষক মহাবীর প্রসাদ জৈন, বুধমল বৈদ, উপ-সভাপতি হনুমান জৈন, ললিত গোলসা, রোশনলাল শেঠিয়া প্রমুখ বক্তব্য রাখেন। সবাই মন্ত্রী কৌশিক রায়কে সম্মানিত করেন। অনুষ্ঠান পরিচালনা করেন সম্পাদক পবন রাঠী। অনুষ্ঠানে মহিলাদেরও উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

কৌশিককে সংবর্ধনা, পুর নিগমে একজন প্রতিনিধি চাইল মাড়োয়াড়ি সম্মেলন

Author

Spread the News