আইরংমারা হাইস্কুলে স্পোর্টস কিটস বিতরণ নীহাররঞ্জনের

আইরংমারা হাইস্কুলে স্পোর্টস কিটস বিতরণ নীহাররঞ্জনের

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ২৫ ডিসেম্বর : ধলাইয়ের আইরংমারা হাইস্কুলে তপশিলি উন্নয়ন বোর্ডের তরফে প্রদান করার “স্পোর্টস কিটস” ছাত্রছাত্রীদের মধ্যে বিতরন করলেন বিধায়ক নীহাররঞ্জন দাস। মঙ্গলবার স্কুলে এক সভার মাধ্যমে কয়েকজন পড়ুয়াদের হাতে আনুষ্ঠানিকভাবে “স্পোর্টস কিট” তুলে দেন বিধায়ক সহ অন্যান্য অতিথিরা। স্কুলের নবম ও দশম শ্রেণীর তপশিলি সম্প্রদায়ের মোট ৯৫ পড়াদের মধ্যে এই কিট বিতরন করা হয়।

এতে পড়ুয়াদের জন্য জরুরি বিভিন্ন ধরনের সামগ্রী রয়েছে। কিট বিতরণের পাশাপাশি স্কুলচত্বর ঘুরে দেখেন বিধায়ক। উল্লেখ্য, এই স্কুলেই বিধায়ক নীহাররঞ্জন পড়াশোনা করেছেন এবং পরবর্তীতে কিছুদিন শিক্ষকতা করেছেন। এ দিন প্রথমে বিধায়ককে স্কুলের তরফে উষ্ণ সংবর্ধনা জানানো হয়। হাইস্কুলের উন্নয়নে প্রাথমিকভাবে বিধায়ক তহবিল থেকে ৫ লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করেন তিনি। এছাড়া স্কুলের উন্নয়নে বড় ধরনের প্রকল্পের আশ্বাস দেন বিধায়ক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাইস্কুলের প্রধান শিক্ষক অভিজিৎ দেব, আইরংমারা এমই স্কুলের প্রধান শিক্ষিকা মৃদুলা ভট্টাচার্য, স্কুল পরিচালন কমিটির সভাপতি সুজন ভট্টাচার্য, প্রাক্তন জিপি সভাপতি প্রবীর ভট্টাচার্য প্রমুখ।

আইরংমারা হাইস্কুলে স্পোর্টস কিটস বিতরণ নীহাররঞ্জনের

Author

Spread the News