৪৫ কোটি টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধার পাথারকান্দিতে, ধৃত ১
মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৪ ডিসেম্বর : ৪৫ কোটি টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করল শ্রীভূমি পুলিশ। পাথারকান্দি এলাকায় জেলা পুলিশসুপার পার্থপ্রতিম দাসের নেতৃত্বে এক অভিযান চালিয়ে এই বিশাল সাফল্য পায় পুলিশ। মঙ্গলবার রাতে ত্রিপুরা থেকে আসার পথে পাথারকান্দির হাতখিরায় এএস ০১ এডি ১৬৯৬ নম্বরের একটি লরিতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
এ কাণ্ডে পুলিশ একজনকে গ্রেফতার করেছে। পাশাপাশি তদন্ত অব্যাহত রয়েছে পুলিশের। উদ্ধার ট্যাবলেটের কালো বাজারে মূল্য হবে ৪৫ কোটি টাকা বলে জানা যায়।