১৫ ফেব্রুয়ারির গণসমাবেশকে সফল করার আহ্বান এআইডিওয়াইও’র

১৫ ফেব্রুয়ারির গণসমাবেশকে সফল করার আহ্বান এআইডিওয়াইও’র

বরাক তরঙ্গ, ১০ ফেব্রুয়ারি : চন্দ্রনাথপুর-লঙ্কা নতুন রেলপথ নির্মাণের দাবিতে ব্রডগেজ রূপায়ণ সংগ্রাম কমিটি আহুত ১৫ ফেব্রুয়ারির গণসমাবেশকে সফল করার জন্য সর্বস্তরের জনসাধারণের প্রতি আহ্বান জানাচ্ছে যুব সংগঠন এআইডিওয়াইও’র কাছাড় জেলা কমিটি। যুব সংগঠন সংগ্রাম কমিটির দাবিতে সহমত পোষণ করে রেল মন্ত্রণালয়ের কাছে দাবি উত্থাপন করে যে চন্দ্রনাথপুর লংকা নতুন রেলপথ অবিলম্বে নির্মাণ করে উপত্যকার যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে হবে। এই রেলপথ নির্মাণ হলে দেশের অন্যান্য অঞ্চলের সঙ্গে বরাক উপত্যকার দূরত্ব যেমন কমবে অন্যদিকে প্রাকৃতিক দুর্যোগ, ভূমিধসের মতো সমস্যা বহুলাংশে হ্রাস পাবে। তাছাড়াও ডবল লাইন নির্মাণ করা সম্ভবপর হবে ফলে ক্রসিংয়ের সমস্যাও থাকবে না, রেল লাইনের উপর চাপ‌ও কমবে।

যুব সংগঠন নতুন রেলপথ নির্মাণের পাশাপাশি আরও দাবি জানাচ্ছে যে রেল বিভাগের লক্ষ লক্ষ শূণ্যপদে স্থায়ীকর্মী নিয়োগ করে বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা সহ রেলের বেসরকারিকরণ বন্ধ করার দাবিও জানাই। প্রতি শনিবার রাতে শিলচর থেকে গুয়াহাটি একটি যাত্রীরেল চালু করতে হবে, কারণ শনিবার শুধুমাত্র সকালে একটি প্যাসেঞ্জার ট্রেন চলাচল করে যা মানুষের প্রয়োজনের তুলনায় অপ্রতুল।

১৫ ফেব্রুয়ারির গণসমাবেশকে সফল করার আহ্বান এআইডিওয়াইও’র

চন্দ্রনাথপুর-লঙ্কা রেলপথ নির্মাণের দাবিতে ১৫ ফেব্রুয়ারি শিলচরের গান্ধী ভবন আয়োজিত গণসমাবেশে শুভবুদ্ধি সম্পন্ন সকল জনসাধারণের উপস্থিতি কামনা করছি। উল্লেখিত দাবিতে গণ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হচ্ছে।

Author

Spread the News