সুস্থ সমাজ গঠনে যুব সমাজের সক্রিয় ভূমিকা জরুরি : কৃপা-মিশন
হাইলাকান্দিতে নেহরু যুব কেন্দ্রের যুব উৎসব_____
বরাক তরঙ্গ, ২৩ ডিসেম্বর : দেশের শততম স্বাধীনতা দিবস উদযাপন করার আগে ভারতকে প্রতিটি ক্ষেত্রে আরও কঠোর পরিশ্রম করতে হবে। এক্ষেত্রে বর্তমান যুব সমাজকে গঠন মূলক কাজে আরও জড়িত থেকে ভারতবর্ষকে শ্রেষ্ঠত্বে পৌঁছাতে হবে। এজন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অমৃত কালের পঞ্চপ্রণ নিতে যেভাবে সবাইকে অনুপ্রাণিত করছেন এক্ষেত্রে যুব সমাজকেও এগিয়ে আসার আহ্বান জানালেন রাজ্যসভার সদস্য মিশনরঞ্জন দাস ও লোকসভার সদস্য কৃপানাথ মালা। রবিবার নেহরু যুব কেন্দ্রের হাইলাকান্দি জেলার যুব উৎসবে দুই সাংসদ উপস্থিত থেকে নব প্রজন্মকে দেশ গঠনে যুব সমাজ কে অনুপ্রাণিত করেন। নেহরু যুব কেন্দ্রের ডেপুটি ডিরেক্টর মেহবুব আলম লস্কর উভয় সাংসদকে সংবর্ধনা জানান।
হাইলাকান্দি হরকিশোর হাইস্কুলে সকাল বেলা প্রদীপ প্রজ্বলন করে যুব উৎসবের আনুষ্ঠানিক সূচনা করেন বিদ্যালয় সমূহের পরিদর্শক তাপস দত্ত। মুখ্য বক্তা হিসেবে উপস্থিত থেকে লালা রুরাল কলেজের অধ্যক্ষ ড০ হিমব্রত চক্রবর্তী পঞ্চপ্রণ এর প্রেক্ষাপট উপস্থিত সবাইকে বুঝিয়ে দেন। পাশাপাশি তিনি সনাতন সভ্যতার প্রেক্ষাপটে বৈজ্ঞানিক বিভিন্ন ভীত যে আজও প্রাসঙ্গিক এব্যাপারে উদাহরণ স্বরূপ বিভিন্ন তথ্য তুলে ধরেন। এছাড়াও উদ্বোধনী পর্বে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ষীয়ান চিত্র শিল্পী নীহারেন্দু চৌধুরী, বিজ্ঞান মন্দিরের আধিকারিক বাহারুল ইসলাম লস্কর, এস এস কলেজের রসায়ন বিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান ড০ দেবাশীষ গুহ ঠাকুরতা, আর্যভট্ট বিজ্ঞান কেন্দ্রের জেলা সংযোজক লুৎফর রহমান বড়ভূইয়া প্রমুখ।
এছাড়াও এদিন বিভিন্ন প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক অঞ্জন সাহা,প্রসেনজিৎ চৌধুরী, বিজয়িনী ভট্টাচার্য, কল্লোল চৌধুরী, রবীন্দ্রনাথ কাশ্যপ, ড০ তীর্থঙ্কর চক্রবর্তী, অমিতাভ শর্মা, নিলোৎপল দেব, মানসজ্যোতি দেব, দীপিকা পুরকায়স্থ, ড০ দেবাশিস গুহ ঠাকুরতা, বাহারুল ইসলাম লস্কর, নীহারেন্দু চৌধুরী, নাণ্টু দে, গৌতম ঘোষ প্রমুখ। প্রসঙ্গত বিভিন্ন প্রতিযোগিতার মধ্যে ছিল বক্তৃতা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মোবাইল ফটোগ্রাফি প্রতিযোগিতা, কবিতা লিখন প্রতিযোগিতা, সমবেত নৃত্য প্রতিযোগিতা, বিজ্ঞান মডেল প্রতিযোগিতা। অনুষ্ঠান পরিচালনা করেন শংকর চৌধুরী ও অঙ্কিতা ভৌমিক। বিজয়ীদের হাতে প্রশংসাপত্র তুলে দেন সাংসদ মিশনরঞ্জন দাস, স্বপন ভট্টাচার্য, মেহবুব আলম লস্কর প্রমুখ।