শ্রীভূমির ভোটার তালিকার সংশোধনীর খোঁজ নিলেন অবজারভার

জনসংযোগ, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২০ ডিসেম্বর : শ্রীভূমি জেলার ৪টি বিধানসভা নির্বাচন কেন্দ্রের চলতি ভোটার তালিকার বিশেষ সংক্ষিপ্ত সংশোধনীর অগ্রগতি সম্পর্কে খোঁজ নিলেন রাজ্যের সাধারণ প্রশাসন ইত্যাদি বিভাগের আয়ুক্ত ও সচিব তথা শ্রীভূমি জেলার ইলেকটোরাল রোল অবজারভার এমএস মনিভন্নান। শুক্রবার বিকেল ৪টায় শ্রীভূমি জেলা আয়ুক্ত কার্যালয়ের সভাকক্ষে জেলা আয়ুক্ত প্রদীপকুমার দ্বিবেদী, প্রশাসনিক কর্মকর্তা ও রাজনৈতিক দলের কর্মকর্তাদের উপস্থিতিতে জেলার ভোটার তালিকার চলতি বিশেষ সংক্ষিপ্ত সংশোধনীর অগ্রগতি নিয়ে আলোচনা করতে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার নির্বাচনের দায়িত্ব প্রাপ্ত অতিরিক্ত জেলা আয়ুক্ত উদয় শঙ্কর দত্ত, নির্বাচন আধিকারিক রৌসিনুল আলম, নিলাম বাজারের চক্র আধিকারিক জনাথন ভাইপেই, রামকৃষ্ণ নগরের চক্র আধিকারিক সৌভিক দত্ত, শ্রীভূমির চক্র আধিকারিক জয় ক্রিস্টিনা, পাথারকান্দির চক্র আধিকারিক বলিন বি বলারি, সহকারী আয়ুক্ত মানস প্রতিম বংজং এবং রাজনৈতিক দলের পক্ষে বিজেপি দলের জেলা সাধারণ সম্পাদক দিলীপ কুমার দাস, আম আদমি দলের জেলা সভাপতি সাইনুল হক, অগপ দলের সাধারণ সম্পাদক আব্দুল মালিক চৌধুরী, এআইইউডিএফ দলের সাধারণ সম্পাদক আব্দুল কুইয়াম চৌধুরী, সমাজবাদী দলের সভাপতি গোপাল চন্দ্র পাল, কংগ্রেস দলের গৌরাঙ্গ দে ও সাধারণ সম্পাদক আসুক উদ্দিন প্রমুখ অংশ গ্রহণ করেন।

সভায় নির্বাচন আধিকারিক জানান যে শ্রীভূমি জেলায় মোট ভোট কেন্দ্রের সংখ্যা হচ্ছে ১০৯৯। ১৯ ডিসেম্বর তারিখ পর্যন্ত মোট ভোটার রয়েছেন ৯৫২০৩২ এর মধ্যে পুরুষ ৪৮২৬৫৬ জন, মহিলা ৪৬৯৩৭৬জন, দিব্যাংগ ভোটার ১০২২৭ জন এবং ৮৫ বছরের উর্ধের ৭৯৪৬ জন ও ১০০ বছর উর্ধের ১০৯ জন ভোটার রয়েছেন। এতে জানানো হয় চলতি ভোটার তালিকার বিশেষ সংক্ষিপ্ত সংশোধনীতে ২৯ অক্টোবর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত দাবি আপত্তি, নাম সংযোজন ইত্যাদির জন্য ১৩১০৮ টি ফর্ম জমা পড়েছে যার যাচাই প্রক্রিয়া চলছে। চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ৫ জানুয়ারি। এদিনের সভায় ইলেকটোরাল রোল অবজারভার বিভিন্ন রাজনৈতিক দলের কর্মকর্তাদের মতামত শুনেন। এতে তিনি চলতি ভোটার তালিকার বিশেষ সংক্ষিপ্ত সংশোধনীর অগ্রগতি সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন।

শ্রীভূমির ভোটার তালিকার সংশোধনীর খোঁজ নিলেন অবজারভার

Author

Spread the News