গুয়াহাটিতে কংগ্রেসের প্রতিবাদে বাধা, আটক ভুপেন-রিপুন

বরাক তরঙ্গ, ২০ ডিসেম্বর : গুয়াহাটিতে কংগ্রেসের প্রতিবাদে বাধা পুলিশের। মানবেন্দ্র শর্মা ভবন থেকে দিশপুর অভিমুখে মিছিল নিয়ে রওনা দিয়ে ছিলেন দলের নেতা-কর্মীরা। হাতিগাঁও পুলিশ থানার সামনে থেকে ভুপেন বরা ও রিপুন বরাকে আটক করে। অন্যদিকে, রিপুন বরাককে বশিষ্ঠ থানায় নিয়ে যাওয়া হয়। ভুপেন বরা অসুস্থ বলে জানা গেছে।

আটকের পর, ভুপেন বরাকে দশম পুলিশ ব্যাটালিয়নের অফিসে নিয়ে যাওয়া হয়। পুলিশ কমিশনার ভুবেন বরাকে আটক করবেন। ভুপেন বরাকে আটক করে নিয়ে যাওয়ার সমশ গাড়ির সামনে শুয়ে পড়েন কর্মীরা। বিপুল সংখ্যক বিক্ষোভকারী ব্যারিকেড ভাঙার চেষ্টা করে। বেশ কয়েকজন বিক্ষোভকারী ও প্রত্যক্ষদর্শী আহত হয়েছেন।

গুয়াহাটিতে কংগ্রেসের প্রতিবাদে বাধা, আটক ভুপেন-রিপুন

Author

Spread the News