ব্যাডমিন্টন সংস্থার সভাপতি পদে ফের মুখ্যমন্ত্রী হিমন্ত
ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ১৫ ডিসেম্বর : আসাম ব্যাডমিন্টন সংস্থার সভাপতি পদে আবারও থাকছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। সচিব হিসেবে থেকে গেছেন ওমর রশিদ। সংস্থার কার্যকরী কমিটিতে স্থান করে নিলেন শিলচর ডিএসএ-র গ্রাউন্ড সচিব অনিমেষ চন্দ। রবিবার গুয়াহাটির হোটেল ল্যান্ড মার্কে আয়োজিত সংস্থার বৈঠকে নতুন কমিটি গঠিত হয়। সংস্থার উপদেষ্টা মল্লিকা বরুয়া শর্মা।
সভায় অনিমেষ ছাড়াও শিলচর ডিএসএ-র প্রতিনিধিত্ব করেন ডিএসএ সহসচিব অজয় কুমার রায়। তিনি নতুন কমিটির কাছে ডিএসএ-র ব্যাডমিন্টন অ্যাকাডেমির ফ্লোর সহ ম্যাট বসিয়ে দেওয়ার দাবি জানান। সচিব ওমর রশিদ বিষয়টি লিখিতভাবে দিতে বলেন। ব্যাডমিন্টন সংস্থায় করিমগঞ্জের অ্যাফিলিয়েশন থাকলেও সীমান্ত জেলা থেকে কেউ এদিনের এজিএমে প্রতিনিধিত্ব করেননি। কার্যকরী কমিটিতে স্থান পাওয়ায় অনিমেষকে অভিনন্দন জানিয়েছেন শিলচর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি শিবব্রত দত্ত ও সচিব অতনু ভট্টাচার্য।