শপথ নিলেন হিমন্ত সরকারের নয়া চার মন্ত্রী
বরাক তরঙ্গ, ৭ ডিসেম্বর : শপথ নিলেন হিমন্ত বিশ্ব শর্মা সরকারের নয়া চার মন্ত্রী। শনিবার দুপুর বারোটা নাগাদ শ্রীমন্ত শংকর দেব কলাক্ষেত্রে এই শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শপথ নিলেন বরাক উপত্যকার দুই বিধায়ক সহ চারজন। তাঁরা হলেন কাছাড়ের লক্ষীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক কৌশিক রায়, পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল তিনসুকিয়ার রূপেশ গোয়ালা ও ডিব্রুগড়ের বিধায়ক প্রশান্ত ফুকন। তাদের শপথবাক্য পাঠ করান রাজ্যপাল লক্ষণপ্রসাদ আচার্য।
এদিন শপথ নেওয়ার আগে কৌশিক রায় ও কৃষ্ণেন্দু পাল কামাখ্যা মন্দির পরিদর্শন করে মায়ের আশীর্বাদ নেন। এছাড়া বাংলায় শপথ নেন কৃষ্ণেন্দু পাল এবং হিন্দিতে কৌশিক রায় শপথবাক্য পাঠ করেছেন।