বিমান দুর্ঘটনা ! কঙ্গো প্রজাতন্ত্রের খনি মন্ত্রী লুইস সহ ২০ জন ছিলেন

১৮ নভেম্বর : কঙ্গোয় ভয়াবহ বিমান দুর্ঘটনা ! ওই চার্টার্ড এমব্রায়ার বিমানে ছিলেন কঙ্গো প্রজাতন্ত্রের খনি মন্ত্রী লুইস ওয়াতুম কাবাম্বা এবং তাঁর প্রতিনিধিদল ৷ সোমবার কোলওয়েজি বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে ২৯ থেকে পিছলে যায় বিমানটি। প্রাইভেট জেটটির পেটের অংশটা স্কিড করে এবং লেজের অংশে আগুন ধরে যায়। রিপোর্ট অনুযায়ী, ২০ জন যাত্রী ওই বিমানে ছিলেন এবং সবাই অক্ষত অবস্থায় বিমান থেকে বেরিয়ে আসতে সফল হন৷ তাঁরা প্রত্যেকেই সরকারি আধিকারিক বলে জানা গিয়েছে ৷

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় যাত্রীরা বিমানের ভাঙা অংশ থেকে দুর্ঘটনার পর বেরিয়ে আসতে সক্ষম হন ৷ এই ভয়ঙ্কর দুর্ঘটনায় বেঁচে ফেরার পর যাত্রীরা জানান, বিমানটি রানওয়েতে স্কিড করে যাওয়ার পর তাঁরা ধোঁয়ায় ভরা কেবিন থেকে পালাতে বাধ্য হয়েছিলেন। ভিডিওতে দেখা চিহ্নের উপর ভিত্তি করে বিমানটি অ্যাঙ্গোলান এয়ারজেটের (Angolan operator Airjet) বলে মনে করা হচ্ছে ৷ তবে সরকারি ভাবে কিছু জানানো হয়নি এ বিষয়ে ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *