শিলচর-হাইলাকান্দি রোডে বাঁ দিকের লেন সাময়িক বন্ধ
জনসংযোগ, শিলচর।
বরাক তরঙ্গ, ২৯ নভেম্বর : শিলচর ও উধারবন্দ টেরিটোরিয়্যাল পূর্ত ও সড়ক বিভাগের কার্যবাহী প্রকৌশী এক বিজ্ঞপ্তি জারী করে জানিয়েছেন শিলচর-হাইলাকান্দি রোডের সিআর অ্যাভিনিউ পয়েন্ট থেকে শনি মন্দির পর্যন্ত অংশে বাঁ দিকের লেন সাময়িকভাবে বন্ধ থাকবে। রাস্তার এই অংশে ৪ মিটার x ৪ মিটার আকারের আরসিসি বক্স সেল কালভার্ট নির্মাণ কাজের জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
আগামী ৩ ডিসেম্বর থেকে শুরু হয়ে এই ট্রাফিক নিষেধাজ্ঞা চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। এই সময়কালে উভয়দিকের যানবাহন সমুহকে বিকল্প লেন ব্যবহার করে চলাচল করার জন্য এই আবেদনে জানানো হয়েছে। যাত্রীদের উদ্দেশে বিশেষ অনুরোধ জানানো হয়েছে যে তাঁরা এই অঞ্চলে যাতায়াতের সময় যথাযথ পরিকল্পনা করে চলাচল করেন। এই গুরুত্বপূর্ণ পরিকাঠামো উন্নয়নের জন্য সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন।