বাংলাদেশে হিন্দু নির্যাতন, মশাল মিছিলে উত্তাল শ্রীভূমি
মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৯ নভেম্বর : বাংলাদেশ ইসকন মন্দিরের মহারাজ চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তি সহ বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের সঙ্গে হওয়া নির্যাতনের বিরুদ্ধে বিধায়ক কমলাক্ষের নেতৃত্বে শুক্রবার সন্ধ্যা শ্রীভূমি জেলার শহরের এওসি পয়েন্ট থেকে স্টিমারঘাট পর্যন্ত এক বিশাল মশাল মিছিলের আয়োজন করা হয়। এতে হাতে হাতে মশাল নিয়ে বিভিন্ন স্লোগানে আকাশ বাতাস মুখরিত করে তোলেন সনাতনী ধর্মাবলম্বীরা।
সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বিধায়ক কমলাক্ষদে পুরকায়স্থ বলেন, বাংলাদেশে ভারতে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের নৃশংস হত্যালীলা ও অত্যাচারের প্রতিবাদে শ্রীভূমি শহরে এই মশাল মিছিলের আয়োজন করা হয়েছে। এছাড়া তিনি আরও বলেন, চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তি সহ সেখানের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন বন্ধ করতে বাংলাদেশ সরকারকে অতি সত্বর বিহিত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন তাঁরা। অন্যথায় ভারতের সনাতনীরা আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলার বার্তা দিয়ে আগামীতে বাংলাদেশ অভিযানে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা। হিন্দুত্বের এই লড়াইয়ে বাংলাদেশের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসার আহ্বানও জানান বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ।