ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মহারাষ্ট্রে দশজনের মৃত্যু
২৯ নভেম্বর : মহারাষ্ট্রের গন্ডিয়া জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। শুক্রবার গন্ডিয়া-আরজুনি সড়কের বিন্দ্রাবনা তোলা গ্রামে দুর্ঘটনাটি ঘটে। বাসটি নাগপুর থেকে গন্ডিয়ার পথে ছিল।
পুলিশ জানিয়েছে, একটি রাজ্য পরিবহন শিবশাহী বাস গন্ডিয়া জেলায় দুর্ঘটনার শিকার হয়। বাসটি ভান্ডারা ডিপো থেকে গন্ডিয়ার দিকে যাচ্ছিল। বিন্দ্রাবনা তোলা গ্রামে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশে উলটে যায়।
এ দুর্ঘটনায় ৮ জন ঘটনাস্থলেই প্রাণ হারান এবং প্রায় ৩০ জন আহত হন। আহতদের গন্ডিয়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর উদ্ধার কাজ দ্রুত শুরু করতে পুলিশ, অ্যাম্বুলেন্স এবং ক্রেন মোতায়েন করা হয়।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্দে দুর্ঘটনার পরপরই ভুক্তভোগীদের জন্য ১০ লাখ টাকা তাত্ক্ষণিক আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন।