আজ দুপুর থেকেই দাপট ঘূর্ণিঝড় ফেঙ্গল!
২৭ নভেম্বর : বুধবারই ঘূর্ণিঝড় ফেঙ্গল তৈরি হবে বঙ্গোপসাগরে। দুপুর থেকেই দাপট দেখাতে পারে ঘূর্ণিঝড় ফেঙ্গল। মঙ্গলবার বেলা যত গড়িয়েছে ধীরে ধীরে গভীর নিম্নচাপ প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে বলে খবর। সোমবার রাত থেকেই তামিলনাড়ুতে শুরু হয়েছে বৃষ্টিপাত। সময় যত গড়িয়েছে পাল্লা দিয়ে বেড়েছে বৃষ্টি।
এটি এখন আছে চেন্নাই থেকে ৬৫০ কিমি দূরে। আজ তা আরও শক্তি বাড়াবে। ঘূর্ণিঝড়ের প্রভাবে আজ বুধবার তামিলনাড়ু এবং পুদুচেরিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। ঘণ্টায় ৮৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাবে পশ্চিমবঙ্গে শুক্র, শনি ও রবিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুরে বৃষ্টি হবে।