হাইলাকান্দিতে উচ্চাকাঙ্খী জেলার প্রকল্প বাস্তবায়নে সন্তোষ কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর
জনসংযোগ, হাইলাকান্দির।
বরাক তরঙ্গ, ২০ মে : কেন্দ্রীয় জল শক্তি প্রতিমন্ত্রী ড. রাজ ভূষণ চৌধুরী মঙ্গলবার হাইলাকান্দি জেলার উচ্চাকাঙ্খী জেলার কয়েকটি প্রকল্প বাস্তবায়ন সরেজমিনে খতিয়ে দেখেন। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রকল্পগুলির যথাযথ বাস্তবায়ন হওয়ায় সন্তোষ ব্যক্ত করেন। মঙ্গলবার তিনি দক্ষিণ হাইলাকান্দির অলইছড়ায় কৃষি বিভাগের অধীনে ১০ হেক্টর জমিতে চাষ করা পাম তৈলবীজ নার্সারী পরিদর্শন করে এর সঙ্গে জড়িত কৃষকদের সঙ্গে কথাবার্তা বলে জেলার পড়ে থাকা পতিত জমি ব্যবহার করে শাকসবজি ও খাদ্যপন্য উৎপাদনের উপর জোর দেন। এরপর কেন্দ্রীয় মন্ত্রী কুচিলায় সোয়েল টেস্টিং ল্যাবরেটরি পরিদর্শন করেন। পরিদর্শন কালে কেন্দ্রীয় মন্ত্রী কৃষকদের মাথাপিছু আয় দ্বিগুণ করতে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প দ্রুত বাস্তবায়নের পরামর্শ দেন বিভাগীয় আধিকারিকদেরকে।

সোমবার হাইলাকান্দি সফরে আসা কেন্দ্রীয় মন্ত্রী এদিন লালা হাসপাতালের একটি ভবন নির্মাণের কাজও পরিদর্শন করে হাসপাতালে উপলব্ধ বিভিন্ন পরিষেবা খতিয়ে দেখে সন্তোষ ব্যক্ত করেন। মন্ত্রী ড. ভূষণ চৌধুরী এরপর বিসিংসা এবং পাইকানে তিনটি জলসের প্রকল্পের সেচ ব্যবস্থা খতিয়ে দেখেন। কেন্দ্রীয় মন্ত্রী এরপর হাইলাকান্দি উন্নয়ন খন্ডের শিরিশপুরে গ্রাম উন্নয়ন বিভাগের উদ্যোগে নির্মিত অমৃত সরোবরের কাজটি পরিদর্শন করে এর বাস্তবায়নে সন্তোষ ব্যক্ত করে। কেন্দ্রীয় মন্ত্রীর পরিদর্শনকালে সাংসদ কৃপানাথ মালা এবং জেলা কমিশনার নিসর্গ হিভারে ছিলেন।
