ইম্ফল থেকে নিখোঁজ উধারবন্দ গোঁসাইপুরের ব্যক্তি
বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ২৬ নভেম্বর : ইম্ফলে কাজ করতে গিয়ে নিখোঁজ কাছাড়ের এক ব্যক্তি। উধারবন্দ গোঁসাইপুর এলাকার কমলবাবু সিংহ নামের এই ব্যক্তির এল বিনোদ কন্সট্রাকশন কোম্পানিতে সুপারভাইজার এর দায়িত্বে ছিলেন। সোমবার বিকেল সাড়ে ছটা থেকে তিনি নিখোঁজ। তার স্ত্রী বেলা রানি সিংহ জানান, ইম্ফল সংলগ্ন লেইমাখং ফিফটি সেভেন মাউন্টেন ডিভিশন আর্মির ক্যাম্পে একটি স্কুটি নিয়ে কাজ পরিদর্শনে গিয়েছিলেন। তারপর থেকেই কমলবাবুর মোবাইল সুইচ অফ। ঘটনায় পরিবারের লোকসহ আত্মীয় পরিজনরা গভীর উৎকণ্টায় রয়েছেন।
ইতিমধ্যে নিখোঁজ সংক্রান্ত লিখিত অভিযোগ কাছাড়ের পুলিশ সুপারের কাছে জানানো হয়েছে। মঙ্গলবার এ নিয়ে মণিপুরি ছাত্রাবাসে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এতে কোকো কম নামের একটি সংগঠনের কর্মকর্তারা অতিসত্বর কমলবাবুকে উদ্ধারের আবেদন জানান।