কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে সংবিধান দিবস উদযাপন

জনসংযোগ, শিলচর।
বরাক তরঙ্গ, ২৬ নভেম্বর : দেশের অন্যান্য অংশের সঙ্গে মঙ্গলবার কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে  শিলচরের জেলা আয়ুক্তের কার্যালয় প্রাঙ্গণে এক গম্ভীর ও মর্যাদাপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ভারতীয় সংবিধান দিবস পালন করা হয়।

অনুষ্ঠানের শুরুতেই জেলা আয়ুক্ত মৃদুল যাদব সংবিধানের শপথ পাঠ করান। এতে অংশ নেন অতিরিক্ত জেলা আয়ুক্ত ডক্টর ধ্রবজ্যোতি হাজরিকা, সহকারী আয়ুক্ত কিম চিন লালহুম, জোনালি দেবী, অঞ্জলি কুমারী, নির্বাচন আধিকারিক, মেসি টপনো এবং জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিক ও কর্মচারীগন। এই সম্মিলিত পাঠ সংবিধানের ন্যায়বিচার, স্বাধীনতা, সমতা এবং ভ্রাতৃত্ববোধের আদর্শে নিবেদিত থাকার অঙ্গীকারকে পুনর্ব্যক্ত করে।

কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে সংবিধান দিবস উদযাপন

অবসরে বক্তব্য রাখতে গিয়ে জেলা আয়ুক্ত, মৃদুল যাদব নাগরিকদের মৌলিক অধিকার ও কর্তব্য সম্পর্কে সচেতন হওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি সবাইকে একটি উন্নত এবং সুসংহত  জাতি গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান। এছাড়াও, সংবিধানের ঐতিহাসিক তাৎপর্য এবং ১৯৪৯ সালের ২৬ নভেম্বর গৃহীত সংবিধানের বর্তমান ভারতে প্রাসঙ্গিকতা নিয়েও আলোচনা করা হয়। অনুষ্ঠান শেষে, জেলা প্রশাসনের কর্মকর্তারা সংবিধানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে জনগণের সেবা করার জন্য নিজেদের উৎসর্গ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

Author

Spread the News