রাধারমণ গোস্বামী জিউর শ্রীবিগ্ৰহ প্রতিষ্ঠা অনুষ্ঠান আগামী ২ ফেব্রুয়ারি
বরাক তরঙ্গ, ২৪ নভেম্বর : শ্রীশ্রী রাধারমণ গোস্বামী জিউর শিলচরের মন্দির ও শ্রীবিগ্ৰহ প্রতিষ্ঠা অনুষ্ঠান আগামী ২ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি অবধি চলবে। রবিবার ন্যাশনাল হাইওয়ে রোডে থাকা শ্রীশ্রী রাধারমণ গোস্বামী জিউর মন্দিরের নবনির্মিত মন্দির উদ্ধোধন ও শ্রীবিগ্ৰহ প্রতিষ্ঠা উৎসবটি নানান ধর্মীয় কার্যসূচির মধ্য দিয়ে পালন করা হবে আগামী ২ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত। সূচি জানান সাংবাদিকদের জানান মন্দির পরিচালন কমিটির সভাপতি সুশীল পাল। তিনি আরো জানান, আগামী ২ ফেব্রুয়ারি প্রভুপাদ শ্রীশ্রী গোস্বামী জিউর চিত্রপঠ নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা, ৩ ফেব্রুয়ারি সকাল ৭ টায় নবনির্মিত ‘শ্রীমন্দির’ উদ্বোধন, ৯ টা ১৫ মিনিটে শ্রীশ্রী বিষ্ণু পূজা,১০ টায় প্রভুপাদ শ্রীশ্রী রাধারমণ গোস্বামী জিউর শ্রীবিগ্ৰহ প্রতিষ্ঠা তৎপর গুরু পূজা ও অঞ্জলি প্রদান,১০ টা ১৫ মিনিটে বিশ্বশান্তি কামনায় শ্রীশ্রী গোপাল যজ্ঞ, ১১টা ৩০ মিনিটে ভোগরাগ ও ভোগারতি, দূপূর ১টায় মহাপ্রসাদ বিতরণ, সন্ধ্যা ৬ টায় সমবেত উপাসনা,৭টা ৩০ মিনিটে শ্রীরাম সংকীর্তন শুভ আমন্ত্রন ও অধিবাস।৪ ফেব্রুয়ারি ভোর ৪টায় মঙ্গলারতি তৎপর অষ্টপ্রহর শ্রীনাম সংকীর্তনের শুভারম্ভ, সকাল ১১টা ৩০ মিনিটে ভোগরাগ ও ভোগারতি, দূপূর ১ টায় মহাপ্রসাদ বিতরণ।৫ ফেব্রুয়ারি সকাল ছয়টায় শ্রীনাম সংকীর্তনের সমাপন ঘোষণা তৎপর শ্রীবিগ্ৰহ নিয়ে নগর পরিক্রমা ও দধিভান্ড রঞ্জন, দূপূর ২ টায় নন্দোৎসবের মাধ্যমে উৎসবের সমাপন ঘটবে। এদিন উপস্থিত কোষাধ্যক্ষ শান্তনু পাল (রজত) বলেন, আগামী তিনদিনব্যাপী অনুষ্ঠানমালায় এই অঞ্চলের সবাই ধর্মপ্রাণ ভক্তবৃন্দদেরকে উপস্থিত থাকার জন্য বিনম্র অনুরোধ জানান। এদিন অন্যান্যদের উপস্থিত ছিলেন সহ-সভাপতি মিহিররঞ্জন পাল, সম্পাদক কল্যাণ দেব, সহ-সম্পাদক গোপাল পুরকায়স্থ সহ অন্যান্যরা।