মণিপুরের কৌটায় শিলচর থেকে রাজধানী চাইলেন সুস্মিতা

পিএনসি, শিলচর।
বরাক তরঙ্গ, ২৪ নভেম্বর : রাজ্যসভা সদস্য সুস্মিতা দেব বরাক উপত্যকার রেলযাত্রীদের সুবিধার্থে গুয়াহাটি ও শিলচরের মধ্যে একটি জনশতাবদী ট্রেন চালু করার দাবি জানিয়েছেন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে একটি পত্র প্রেরণ করে সাংসদ দেব এই দাবি জানান। এছাড়া বর্তমানে শিলচর, সাবরুম ও কলকাতার মধ্যে যে দূরপাল্লার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন চলছে এতে পেন্ট্রি কারের ব্যবস্থা করা সহ ট্রেন টির পুরনো বগী গুলোর জায়গায় আধুনিক বগী সংযুক্ত করার জন্যও তিনি রেলমন্ত্রীকে অনুরোধ জানান।

বরাক উপত্যকার পুরনো একটি দাবির কথা উল্লেখ করে দেব রেলমন্ত্রীকে মণিপুরের কোটায় নয়াদিল্লি থেকে শিলচর পর্যন্ত একটি রাজধানী এক্সপ্রেস ট্রেন চালু করারও দাবি জানান। তিনি বলেন, রাজধানী এক্সপ্রেস সাধারণত কোন রাজ্যের রাজধানী ও দিল্লির মধ্যে চলাচল করে থাকে। কিন্তু জেলা সদর ডিব্রুগড় পর্যন্ত নাগাল্যান্ড কোটায়  যে ভাবে রাজধানী এক্সপ্রেস চলাচল করে ঠিক একই ভাবে মণিপুর কোটা য় জেলা সদর শিলচর পর্যন্ত এই ট্রেন চালানো যেতে পারে। এবং ইম্ফল পর্যন্ত ট্রেন লাইন বসানো হয়ে গেলে তা ইম্ফল পর্যন্ত সম্প্রসারিত করা যাবে।তিনি তাঁর পত্রে আরও বলেন, মণিপুরের তদানিন্তন রাজ্যপাল নাজমা আকবর আলি হেপতুললা এই মর্মে রেলমন্ত্রীকে অনুরোধ জানিয়েছিলেন।

মণিপুরের কৌটায় শিলচর থেকে রাজধানী চাইলেন সুস্মিতা

উল্লেখ্য, সামাজিক সংগঠন ড. শ্যামা প্রসাদ মুখার্জি মেমোরিয়াল স্বার্থ সুরক্ষা পরিষদের অনুরোধে ড. হেপতুললা ২০১৮ সালে তদানিন্তন রেলমন্ত্রী পীযূষ গোয়েলকে শিলচর পর্যন্ত রাজধানী এক্সপ্রেস চালু করার দাবি জানিয়েছিলেন।

Author

Spread the News