নাইট সুপার থেকে গাঁজা উদ্ধার, গ্রেফতার চার পাঁচগ্রামে
বরাক তরঙ্গ, ২৮ জানুয়ারি : বিপুল পরিমাণ গাঁজা সহ চারজনকে গ্রেফতার করল পুলিশ। সোমবার রাতে পাঁচগ্রাম ঠাণ্ডাপুরে সিআরপিএফ এবং পাঁচগ্রাম পুলিশের যৌথ অভিযানে একটি নাইট সুপার থেকে বাজেয়াপ্ত করা হয় গাঁজাগুলো। ধৃতদের কাছ থেকে ৭০ কেজি ৭০০ গ্রাম গাঁজা সহ বেশকিছু আপত্তিকর সামগ্রীও বাজেয়াপ্ত করে পুলিশ। শিলচর থেকে গুয়াহাটি অভিমুখে পাচারের পথে এএস ০১ এফসি ৮১৯৯ নম্বরের নাইট সুপারে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় থেকে ৭০ কেজি ৭০০ গ্রাম গাঁজা।
ধৃতরা হল অমর নাথ কুমার, রাহুল কুমার,অনুজ কুমার এবং বেজনাথ কুমার। তারা বিহার রাজ্যের পাটনার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।

