১৮ নভেম্বর : মর্মান্তিক ঘটনা গুজরাটে। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আচমকাই আগুন চলন্ত অ্যাম্বুল্যান্সে। আর তাতেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল এক সদ্যোজাত, এক চিকিৎসক সহ ৪ জনের। মঙ্গলবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে।
জানা গিয়েছে, গুজরাটের আরাবল্লি জেলার মোদাসা শহরের কাছে ঘটনাটি ঘটেছে। মাত্র একদিন আগেই জন্ম হয়েছিল সদ্যোজাতটির। কিন্তু জন্মের পর থেকেই অসুস্থ ছিল সে। তাই আরও ভালো চিকিৎসার জন্য তাকে মোদাসার একটি হাসপাতাল থেকে আহমেদাবাদের একটি হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছিল। অ্যাম্বুল্যান্সে সদ্যোজাতটির সঙ্গে ছিলেন তার বাবা ও আরও দুই আত্মীয়। পাশাপাশি সদ্যোজাতটির দেখাশোনার জন্য ছিলেন এক চিকিৎসক এবং নার্স। কিন্তু মোদাসা-ধানসুরা সড়ক দিয়ে যাওয়ার সময় আচমকাই অ্যাম্বুল্যান্সে আগুন লেগে যায়।
পুলিশ সূত্রে খবর, একটি পেট্রোল পাম্পের সামনে দিয়ে যাওয়ার সময় চালক বুঝতে পারেন অ্যাম্বুল্যান্সের পেছনে আগুন লেগেছে। এরপরই চালক সহ সামনের সিটে বসা শিশুর দুই আত্মীয় লাফিয়ে অ্যাম্বুল্যান্স থেকে বেরিয়ে আসেন। কিন্তু অ্যাম্বুল্যান্সের পিছনের দরজা খুলতে পারেননি ভেতরে থাকা লোকজন। আর মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে গোটা গাড়িতে। মৃতদের মধ্যে রয়েছেন শিশুটি, তার বাবা জিগনেশ মোচি (৩৮), আহমেদাবাদের চিকিৎসক শান্তিলাল রেন্টিয়া (৩০) এবং আরাবল্লির বাসিন্দা এক নার্স ভুরিবেন মনত (২৩)।
অন্যদিকে, শিশুটির দুই আত্মীয় এবং অ্যাম্বুল্যান্সচালককে আহত অবস্থায় নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কী কারণে অ্যাম্বুল্যান্সে আগুন লাগল, তা খতিয়ে দেখছেন ফরেনসিক বিশেষজ্ঞরা।


