বাইক চালককে বাঁচাতে দু’টি অটো দুর্ঘটনার কবলে শিলচর বাইপাসে

বরাক তরঙ্গ, ২৩ নভেম্বর : রামনগর বাইপাসের আতালবস্তি এলাকায় দু’টি অটো দুর্ঘটনার কবলে পড়ল। বরাত জোরে প্রাণ রক্ষা পেল দুই চালকের। ভয়ঙ্কর সংঘর্ষে একটি অটো রাস্তার পাশে ঝুলে থাকে আরেকটি অন্তত ৩০ ফুট নিচে পড়ে গেলেও দুজন চালককে অক্ষতভাবে উদ্ধার করা হয়। একটি লরি থেকে বাঁচতে বে-লাইন হয় অটো দু’টি জানা গেলেও পরে অটো চালক জানান, একটি বাইক বাঁচাতে গিয়ে তিনি ব্রেক করলে ছিটকে পড়েন অটো নিয়ে। এবং পিছনে থাকা অটোটি সংঘর্ষ এড়াতে বাঁদিকে অন্তত ৩০ ফুট নিছে পড়ে যায়।

Author

Spread the News