৬৮ হাজারের বেশি ভোটে এগিয়ে  প্রিয়ঙ্কা

২৩ নভেম্বর : প্রথম নির্বাচনী পরীক্ষাতেই ঝড়। ওয়েনাড় লোকসভা উপনির্বাচনে এগিয়ে কংগ্রেস প্রার্থী প্রিয়ঙ্কা গান্ধী। বিজেপি প্রার্থী নভ্যা হরিদাসের থেকে ৬৮ হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছেন তিনি। এই নির্বাচন দিয়েই প্রিয়ঙ্কা গান্ধী ভোটের ময়দানে আত্মপ্রকাশ করেছেন। দীর্ঘ সময় ধরে সক্রিয় রাজনীতিতে যুক্ত থাকলেও, প্রিয়ঙ্কা গান্ধী কখনও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি।

এবারের লোকসভা নির্বাচনে দুটি আসন থেকে প্রার্থী হয়েছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। একদিকে রায়বরৈলি, অন্যদিকে তাঁর চেনা গড় ওয়েনাড। দুটি আসন থেকেই জয়ী হন রাহুল।

তখন থেকেই জল্পনা ছিল যে কোন আসন ছাড়বেন রাহুল। একদিকে রায়বরৈলি গান্ধী পরিবারের গড় হিসাবে পরিচিত। ইন্দিরা গান্ধী থেকে সনিয়া গান্ধী, সকলেই এই আসনে জিতেছেন। রাহুলও সেই ধারা বজায় রেখেছেন। অন্যদিকে, কেরলের ওয়েনাড আসন। ওয়েনাডবাসী বরাবরই রাহুলের প্রতি আস্থা রেখেছেন। তাই একটি আসন বেছে নেওয়া খুব কঠিন ছিল রাহুলের পক্ষে। শেষ পর্যন্ত রায়বরৈলি আসনই ধরে রাখেন রাহুল।

৬৮ হাজারের বেশি ভোটে এগিয়ে  প্রিয়ঙ্কা

ওয়েনাড আসনে উপনির্বাচন ঘোষণা হতেই কংগ্রেসর তরফে প্রিয়ঙ্কা গান্ধীকে প্রার্থী করা হয়। এটা প্রিয়ঙ্কার প্রেস্টিজ ফাইট। সকাল ১০টা পর্যন্ত গণনায় প্রথম স্থানেই রয়েছেন প্রিয়ঙ্কা গান্ধী। ৬৮ হাজারেরও বেশি ভোটে এগিয়ে প্রিয়ঙ্কা। দ্বিতীয় স্থানে রয়েছেন সিপিআই প্রার্থী সত্যন মোকেরি।
খবর : tv9 Bangla।

Author

Spread the News