চলছে ধলাই উপনির্বাচনের ভোট গণনা
এস চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ২৩ নভেম্বর : আজ, শনিবার ধলাই সহ রাজ্যের পাঁচটি বিধানসভার কেন্দ্রের উপনির্বাচনের ভোট গণনা চলছে। কাছাড়ের ধলাই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে শিলচর আইএসবিটি এবং আইএসটিটিতে। সকাল আটটা থেকে আরম্ভ হয়েছে এই গণনা। জানা গেছে, ১৪ টি টেবিলে ১৫ রাউন্ড অনুষ্ঠিত হবে এই ভোট গণনা। প্রথমে পোস্টাল ব্যালেটের গণনা করা হবে তারপরে ইভিএমের ভোট গণনা আরম্ভ হবে। প্রতিটি টেবিলে চারজন লোক করবেন ভোট গণনা।
উল্লেখ, উপনির্বাচনে ধলাই কেন্দ্রে ৭২ শতাংশ ভোট কাস্টিং হয়েছে। যার মধ্যে পুরুষ ভোটার ৯৯ হাজার ৭৫৬ এবং মহিলা ভোটার ৯৭হাজার ৮ ৮৫ এবং তৃতীয় লিঙ্গ একজন। মোট প্রার্থী ছিলেন আটজন।
সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে কাছাড়ের পুলিশ সুপার ও জেলা আয়ুক্ত বলেন, শান্তিপূর্ণভাবে ভোট গণনা প্রক্রিয়া চলছে এবং কড়া নিরাপত্তা রয়েছে যাতে ভোট গণনা প্রক্রিয়া চলাকালীন কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে।