শিলচর হাইস্কুলের দূরবস্থা নিয়ে সরব অভিভাবক সহ স্কুল পরিচালন কমিটির

শিলচর হাইস্কুলের দূরবস্থা নিয়ে সরব অভিভাবক সহ স্কুল পরিচালন কমিটির

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ২০ নভেম্বর : বরাকপার এলাকার বেরেঙ্গা চতুর্থ খণ্ডের পূর্ব শিলচর হাইস্কুলের দূরবস্থা নিয়ে সরব হলেন অভিভাবক সহ স্কুল পরিচালন কমিটির সদস্যরা। একদিকে যেমন স্কুলে নোংরা পরিবেশ অন্যদিকে লাটে উঠেছে পড়াশোনা। অভিভাবক ও পরিচালন কমিটির সদস্যরা জানান, স্কুলের স্মার্ট ক্লাস থেকে শুরু করে প্রতিটি ক্লাস ও শৌচাগারের নেই স্বচ্ছতা। অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে স্কুলে। আর স্কুলের প্রধান শিক্ষক কুতুব উদ্দিন লস্কর ব্যস্ত রয়েছেন বিভিন্ন তহবিলের টাকা আত্মসাৎ করতে। স্থানীয় বাসিন্দা সাহিদা ইয়াসমিন বড়ভূইয়া জানান, তাঁকে অন্ধকারে রেখে তাঁর কোন মতামত না নিয়ে স্কুলের অ্যাকাডেমিক কমিটির সদস্য করা হয়েছে তাঁকে। শুধু সদস্য করা হয়নি বিভিন্ন সময়ে তাঁর স্বাক্ষর জাল করে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই অভিযোগ করেন স্থানীয় বাসিন্দা নজমুল ইসলাম লস্কর। তিনি জানান, তাকে অ্যাকাডেমিক কমিটির সভাপতি করা হয়েছে অথচ তিনি বিষয়টি জানেন না। বিভিন্ন প্রসেডিংয়ে তার স্বাক্ষর জাল করা হয়েছে ।

এদিকে, অভিভাবক মনোয়ার হোসেন লস্কর জানান, বৃহত্তর বেরেঙ্গা এলাকার একমাত্র হাইস্কুল হল এটি। আড়াইশোর উপরে পড়ুয়া রয়েছেন এই স্কুলে। বর্তমানে স্কুলে কোনো শিক্ষার পরিবেশ নেই। ২০২২ সালে চুপিসারে একাডেমিক কমিটি গঠনের বিষয়টি নজরে আসতে তিনি সরব হন। এছাড়া স্কুলের শিক্ষার পরিবেশ ও পরিকাঠামোর দুরাবস্থা নিয়ে সরব হয়েছেন। বিষয়টি উদ্বোধন কর্তৃপক্ষ কেউ জানিয়েছে কিন্তু কোন লাভ হয়নি। বিভিন্ন নথিপত্র তুলে ধরে দুর্নীতির নানা তথ্যের কথা জানান মনোয়ার হোসেন। এসব দুর্নীতির তদন্ত সহ বিহীত ব্যবস্থা নেওয়া ও স্কুলের শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে জেলা আয়ুক্তের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন তিনি। এদিকে স্কুল পরিচালন কমিটির সদস্য রুবেল হোসেন মজুমদার স্কুলে সংঘটিত হওয়া বিভিন্ন দুর্ণীতির তথ্য তুলে ধরে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Author

Spread the News