‘শ্রীভূমি’ আনন্দ উল্লাসে মেতে উঠলেন করিমগঞ্জ বিজেপির নেতাকর্মীরা
মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ১৯ নভেম্বরে : ভারত-বাংলা সীমান্ত জেলা করিমগঞ্জের নাম পরিবর্তন করে শ্রীভূমি নামকরণ করা সিদ্ধান্তে খুশীর জুয়ার বইছে গোটা করিমগঞ্জ জেলায়। মঙ্গলবার সন্ধ্যায় করিমগঞ্জ বিজেপির সর্বস্তরের কর্মকর্তারা আনন্দ উল্লাসে মেতে উঠেন। জেলার আনাচে কানাচে নেতাকর্মীদের মধ্যে উল্লাস পরিলক্ষিত হয়। সর্বত্র অকাল দীপাবলি।
ভারত-বাংলা সীমান্ত জেলা করিমগঞ্জের নাম পরিবর্তন করে শ্রীভূমি জেলা হওয়া খবরে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও পাথারকান্দি বিধায়ক কৃষ্ণেন্দুর নামে জিন্দাবাদ ধ্বনি পাথারকান্দিতে
একই ভাবে পাথারকান্দিতে রাজ্য বিজেপির সদস্য সঞ্জিব দেব নাথের উপস্থিততে পাথারকান্দি মণ্ডল বিজেপি বিভিন্নস্তরের কর্মকর্তারা করিমগঞ্জ জেলাকে শ্রীভূমি জেলা ঘোষণা করায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সহ স্থানীয় বিধায়ক কৃষ্ণেন্দু পালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এমন কি এমন খবরের খুশিতে বাজি পটকা ফুটিয়ে আনন্দ উল্লাসে মেতে উঠার পাশাপাশি একে অপরকে মিষ্টি মুখ করান। একই সঙ্গে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও বিধায়ক কৃষ্ণেন্দু পালের নাম নিয়ে জিন্দাবাদ ধ্বনি দিয়ে আকাশ বাতাস কাঁপিয়ে তোলেন যুব মোর্চার কর্মীরা সহ মণ্ডল বিজেপির নেতারা ও পদাধিকারীরা।