সিইএম কাপে ফাইনালের দ্বিতীয় দল ব্লু হিলস
শামিম বড়ভূইয়া, হাফলং।
বরাক তরঙ্গ, ১৬ নভেম্বর : হাফলঙে ২০তম সিইএম কাপ প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দল হিসেবে ফাইনালে উঠল ব্লু হিলস এসি (BLUE HILLS AC)। শনিবার দ্বিতীয় সেমিফাইনালে তারা হারায় কুকিস্থান ক্লাবকে (KUKISTAN CLUB)। হাফলং ডিএইচএসএ ময়দানে হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয়সূচক গোল করেন এল থাঙখোলেন (L.Thangkholen)। প্রথমার্ধ্বের অতিরিক্ত সময়ে ৪৫+৩ গোল করেন তিনি। এ দিন খেলা পরিচালনা করেন সামিম বড়ভূইয়া, শঙ্কর ভট্টচার্য, বাজু পিসিও ও নিজুম তামুলি।
আগামীকাল রবিবার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। ফাইনালে এভারগ্রিন ক্লাবের মুখোমুখি হবে ব্লু হিলস এসি। খেলা শুরু হবে সন্ধ্যা পাঁচটায়।