শনিবার থেকে গোপাল আখড়ায় বার্ষিক উৎসব
দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১৫ নভেম্বর : ঐতিহ্যবাহী শ্রীশ্রী জিউ আখড়ার বার্ষিক উৎসব শনিবার থেকে শুরু হচ্ছে। শুক্রবার শিলচর কনকপুর রোডে থাকা শ্রীশ্রী গোপাল আখড়ার কার্যালয়ে সাংবাদিক বৈঠক ডেকে পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অতনু ভট্টাচার্য জানান আগামী ১৬ নভেম্বর থেকে শুরু হবে বার্ষিক অনুষ্ঠান। প্রতি বছরের ন্যায় এবছরও তাঁরা বার্ষিক উৎসব চলাকালীন ৪০ প্রহর সংকীর্তন আয়োজন করা হয়েছে। এতে খ্যাতনামা ছয়টি সম্প্রদায় অংশ গ্ৰহণ করবেন, পশ্চিমবঙ্গের সম্রাট রাম অধিকারী উপস্থিত থাকবেন, ২১ নভেম্বর মহোৎসব পালিত হবে, ভুনা খিচুড়ি এবং অন্যান্য প্রসাদ বিতরণ করা হবে। এছাড়াও মহাপ্রসাদ বিতরণ করা হবে ২১ ও ২২ নভেম্বর। উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বৃন্দাবন দাস বাবাজি উপস্থিত থাকবেন এবং উৎসব চলাকালীন প্রায় ৪০ হাজারেরও অধিক ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হবে।
এ ছাড়াও তিনি জানান একটি বৃদ্ধাশ্রমে হাই পাওয়ার ইনভাটার প্রদান করবেন, একজন মহিলাকে তার মেয়ের বিয়ের জন্য আর্থিক সাহায্য করা হবে এবং আবর্জনা সংগ্রহের জন্য একটি ঠেলাগাড়ি প্রদান করা হবে। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি শঙ্ককর মোদক, কোষাধ্যক্ষ সৌরভ তলাপাত্র, অঞ্জনকুমার রায়, স্বপনকুমার বণিক, রণধীর ভট্টাচার্য, বিজু দে প্রমুখ।