কুয়াশর চাদরে ঢেকেছে রাজধানী, দূষণ ভয়াবহ

১৪ নভেম্বর : দিল্লিতে ভয়াবহ দূষণ। কুয়াশর চাদরে ঢেকেছে রাজধানী। বৃহস্পতিবার সকাল ৬টার সময় বাতাসের গুণগত মান ছিল ৪৩২। যা গুরুতর পর্যায়ে পড়ে। ঘন কুয়াশার জেরে ভোর থেকেই দৃশ্যমানতা কম থাকায় বিমান ও রেল চলাচলে বিঘ্ন ঘটেছে। এদিকে, ভোর সাড়ে পাঁচটা নাগাদ অমৃতসর ও পাঠানকোট বিমানবন্দরে ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা একেবারে শূন্য নেমে গিয়েছিল। সকাল সাতটা নাগাদ উত্তরপ্রদেশের গোরখপুর বিমানবন্দরেও ছিল একই অবস্থা।

ইন্ডিগোর তরফে বৃহস্পতিবার ভোরেই এক্স হ্যান্ডলে পোস্ট করে জানানো হয়, ঘন কুয়াশার জেরে বিমান দেরিতে উড়বে। যাত্রীরা যেন সজাগ থাকেন বিষয়টি নিয়ে।
ইন্ডিগোর বিবৃতিতে বলা হয়েছে, ‘‌ঘন কুয়াশার জেরে অমৃতসর, দিল্লি, বারাণসী বিমানবন্দরে বিমান ওঠানামায় সমস্যা হচ্ছে। যাত্রীদের অনুরোধ বিমানবন্দরে আসার আগে আপনার ট্যাবটি ফ্লাইট মোডে রাখুন। পাশাপাশি ঘন কুয়াশার জেরে যানবাহন চলাচলেও হচ্ছে সমস্যা। তাই হাতে সময় নিয়ে বের হন। একটু অপেক্ষা করুন। আপনার যাত্রা নিরাপদ হোক।’‌

এদিকে, গত বুধবারেও পর এদিনও দিল্লির দূষণ মাত্রা ছাড়িয়েছে। দিল্লি থেকে ২৫০ কিলোমিটার দূরে চণ্ডীগড়ে বৃহস্পতিবার সকালে বাতাসের গুণগত মান ছিল ৪১৫। এছাড়া গাজিয়াবাদে (‌৩৭৮)‌, নয়ডায় (‌৩৭২)‌, গুরুগ্রামে (‌৩২৩)‌। যা খুবই খারাপের পর্যায়ে পড়ে। চিকিৎসকদের মতে, লাগাতার দূষণের জেরে শ্বাসকষ্টের মতো সমস্যা তীব্র আকার ধারণ করতে পারে।
খবর : উত্তরবঙ্গ সংবাদ।

কুয়াশর চাদরে ঢেকেছে রাজধানী, দূষণ ভয়াবহ

Author

Spread the News