ট্রাম্পকে শুভেচ্ছা, ক্ষমতার শান্তিপূর্ণ হস্তান্তর চাইলেন কমলা

৭ নভেম্বর : মার্কিন প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন অধরাই থেকে গিয়েছে মার্কিন ভাইস প্রেসিডেন্ট তথা ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিসের (Kamala Harris)। ফলে হতাশ হয়েছেন সমর্থকরা। তবে নির্বাচনে নিজের পরাজয় স্বীকার করে প্রথমবার জনসমক্ষে মুখ খুললেন বিদায়ী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পকে (Donald Trump) ফোন করে অভিনন্দন জানানোর কথা স্বীকারও করেছেন কমলা। তবে শুভেচ্ছা জানানোর পাশাপাশি ট্রাম্পকে খোঁচা দিতেও ছাড়েননি তিনি। কমলা ক্ষমতার শান্তিপূর্ণ হস্তান্তরের (Peaceful transfer of power) উপর জোর দিয়েছেন। রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে একথা কমলা ট্রাম্পকে বিঁধেই বলেছেন। কারণ ২০২০ সালের নির্বাচনে পরাজয়ের পর ট্রাম্প হোয়াইট হাউস খালি করতে অস্বীকার করেছিলেন। এমনকি কয়েক হাজার উগ্র ট্রাম্প সমর্থক ক্যাপিটল হিলে অবস্থিত আমেরিকার আইনসভায় হামলাও চালিয়েছিলেন।

বুধবার ওয়াশিংটন ডিসির হোয়ার্ড বিশ্ববিদ্যালয়ে (Howard University) দাঁড়িয়ে ভাষণ দেওয়ার সময় কমলা বলেন, ‘আমি এই নির্বাচনকে স্বীকার করলেও, এই প্রচারকে যে লড়াই উৎসাহ জুগিয়েছে, তা আমি থামাব না। আমি স্বাধীনতা, সুবিধা, সব মানুষের সম্মানের জন্য লড়াই করব।’ সেই সঙ্গে তিনি স্বীকার করেছেন যে নির্বাচনে এমন ফল তিনি বা তাঁর সমর্থকরা আশা করেননি। তবে যারা তাঁর উপর আস্থা রেখেছিলেন এবং তাঁকে সমর্থন জানিয়েছিলেন, তাঁদের ধন্যবাদ জানান কমলা।

‘ইতিহাসের একটি আইন’ বলে অভিহিত করে ভাইস প্রেসিডেন্ট বলেন, ‘আমি জানি অনেকেই মনে করছেন যে অন্ধকার সময়ে প্রবেশ করছি আমরা। কিন্তু সকলের ভালো চেয়েই আমি আশা করছি যে এটা সত্যি হবে না। আমেরিকার আকাশ বিশ্বাস, সত্য, উদ্যম ও পরিষেবার আলোয় উজ্জ্বল হয়ে উঠুক।’ এছাড়াও কমলা তাঁর সমর্থকদের এই নির্বাচনের ফলাফল মেনে নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘সমর্থকরা এই মুহূর্তে বিভিন্ন ধরণের আবেগ অনুভব করছে, আমি তা বুঝতে পারছি। তবে এই নির্বাচনের ফলাফল আমাদের মেনে নিতে হবে।’
খবর : উত্তরবঙ্গ সংবাদ।

ট্রাম্পকে শুভেচ্ছা, ক্ষমতার শান্তিপূর্ণ হস্তান্তর চাইলেন কমলা

Author

Spread the News