ফের নিম্নচাপের ভোগান্তি, নামবে বৃষ্টি
৬ নভেম্বর : নভেম্বরেও নিম্নচাপের ভোগান্তি। শীতের শুরুতে পশ্চিমবঙ্গের একাধিক জেলা সহ বিভিন্ন রাজ্যে দুর্যোগের ঘনঘটা। বুধবার সকাল থেকে মেঘলা আকাশ জেলায় জেলায়। ভোরের দিকে কয়েক ঘণ্টা পর্যন্ত কুয়াশায় ঢাকা ছিল কয়েকটি জেলা। বেলা গড়ালেই বদলাবে আবহাওয়া। আজ ঝেঁপে বৃষ্টি নামবে একাধিক জেলায়।
মৌসম ভবন জানিয়েছে, মঙ্গলবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আজ, বুধবার এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর অভিমুখ থাকবে শ্রীলঙ্কা এবং অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু উপকূলের দিকে। এই নিম্নচাপের জেরে বাংলার একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।