হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বুলেট ট্রেনের সেতু, প্রাণ গেল ৩ জনের

হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বুলেট ট্রেনের সেতু, প্রাণ গেল ৩ জনের

৬ নভেম্বর : গুজরাটে বড়সড় দুর্ঘটনা। বুলেট ট্রেন প্রকল্পের জন্য তৈরি হওয়া সেতু হুড়মুড়িয়ে ভেঙে পড়ল আনন্দে। সেতুর ধ্বংসাবশেষের তলায় ৪ জন চাপা পড়েন । পুলিশ জানিয়েছে, ভিতরে ৪ জন আটকে পড়েছিল। তাদের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে। বাকি একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা ভাল নয়।

আহমেদাবাদ-মুম্বই বুলেট ট্রেন প্রকল্পের আওতায় একটি সেতু তৈরি করা হচ্ছিল আনন্দের ভাসাড় এলাকায়। মঙ্গলবার বিকেলের দিকে আচমকাই হুড়মুড় করে ভেঙে পড়ে নির্মীয়মাণ সেতুটি। ঘটনার সময়ে সেতুর নিচে চারজন শ্রমিক ছিলেন। তাঁরা সকলেই চাপা পড়েন।

ন্যাশনাল হাই স্পিড রেল কর্পোরেশন লিমিটেড জানিয়েছে, বিকেলে আনন্দের মাহি নদীর উপরে বুলেট ট্রেনের সেতু ভেঙে পড়ায় কংক্রিটের ব্লকের মধ্যে তিনজন শ্রমিক আটকে পড়েন। ক্রেন ও এক্সকেভেটর মেশিন দিয়ে ধ্বংসস্তূপের নীচে চাপা পড়া শ্রমিকদের উদ্ধার করা হয় । সেখান থেকে এক শ্রমিকের মৃতদেহ পাওয়া যায় । আরও দুই শ্রমিককে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে হাসপাতালে। তবে পরে মারা যায় তিনজন।

মঙ্গলবার মাহি নদীর উপর যে সেতু ভেঙে পড়েছে, তা মুম্বই-আমদাবাদ বুলেট ট্রেন প্রকল্পের অংশ। মুম্বই থেকে আমদাবাদের দূরত্ব প্রায় ৫০৮ কিলোমিটার। এখন এক শহর থেকে অন্য শহরে যেতে সময় লাগে ছ’ঘণ্টা। বুলেট ট্রেনটি চালু হলে এই দুই শহরের মধ্যে যাতায়াতে সময় লাগবে দু’ঘণ্টা। এক শহর থেকে অন্য শহরে ঘণ্টায় ৩২০ কিলোমিটার গতিতে ছুটবে প্রধানমন্ত্রী ‘স্বপ্নে’র বুলেট ট্রেন। দেশের দুই অর্থনৈতিক কেন্দ্রের মধ্যে সংযোগ বৃদ্ধি করতেই এই প্রকল্প। এই প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় এক লক্ষ আট হাজার কোটি টাকা। সেখানে কী ভাবে এই বুলেট ট্রেনের চলাচলের সেতু তৈরির সময় ভেঙে পড়ল, সেই নিয়ে উঠছে প্রশ্ন।
খবর : আজকাল ডট ইন।

হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বুলেট ট্রেনের সেতু, প্রাণ গেল ৩ জনের

Author

Spread the News