লেবানন থেকে উত্তর ইজরায়েলে ১৩০টিরও বেশি রকেট

৯ নভেম্বর : দখলদার ইজরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে,শনিবার জুড়ে লেবানন থেকে উত্তর ইজরায়েলে ১৩০টিরও বেশি রকেট ছোঁড়া হয়েছে। বারবার সাইরেন বেজে উঠায় বহু লোক আশ্রয়কেন্দ্রে ছুটে আসে।

শুধু তাই নয়, কেবল একদিনে ইসরাইলে ড্রোন হামলা হয়েছে ১০টি।যার মধ্যে ছয়টি লেবানন থেকে, তিনটি ইরাক থেকে এবং একটি উত্স চিহ্নিত করা যায়নি। সামরিক বাহিনী সাতটি ড্রোন আটক করেছে।

শনিবার এক প্রতিবেদনে এসব খবর দিয়েছে টাইমস অব ইজরায়েল। এতে বলা হয়েছে, শনিবার ভোরে মধ্য ইজরায়েলে একটি বাড়িতে রকেট হামলা হয়। কোনো সংস্থা এটি আটকাতে পারেনি। এই হামলায় ১১ জন আহত হয়৷ আইডিএফ বলেছে, তারা রকেটটি আটকাতে ব্যর্থতার তদন্ত করছে।

লেবানন থেকে উত্তর ইজরায়েলে ১৩০টিরও বেশি রকেট
লেবানন থেকে উত্তর ইজরায়েলে ১৩০টিরও বেশি রকেট

Author

Spread the News