মাঝরাতে খানাপাড়ায় দু’টি স্করপিওর মুখোমুখি, হত যুবক-যুবতী 

মাঝরাতে খানাপাড়ায় দু'টি স্করপিওর মুখোমুখি, হত যুবক-যুবতী 

বরাক তরঙ্গ, ১ নভেম্বর : দীপাবলির রাতে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটল গুয়াহাটি খানাপাড়ায়। বার থেকে বেরিয়ে দ্রুত গতিতে ইইউ টার্ন নিতে গিয়ে দু’টি বাহনের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই প্রাণ হারান একজোড়া যুবক-যুবতী। মাঝরাতে মহানগরীর খানাপাড়া এলাকায় দু’টি স্করপিও গাড়ির মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কনামিকা নার্জারি ও দীপিত দে। ১৯ বছরের কনামিকা কোকরাঝাড়ের ঝাড়াগুড়ের বাসিন্দা এবং সে গুয়াহাটিতে কোচিং করছিল। দীপিত দে (২২) গুয়াহাটির খ্রিস্টান বস্তির শ্রীনগরের বাসিন্দা। দীপিত গুয়াহাটি কমার্স কলেজের ছাত্র। দুর্ঘটনায় আহত হয়েছেন আরেক তরুণী নেহা বসুমাতারী। নেহাকে GMCH-এ ভর্তি করা হয় এবং বর্তমানে সুস্থ রয়েছে।

জানা যায়, একটি কালো এবং একটি সাদা স্করপিওর মধ্যে সংঘর্ষ হয়। কালো স্করপিওটি রেলিং ভেঙে ফুটব্রিজে উঠলে এ দুর্ঘটনা ঘটে। গাড়িটি ফুটব্রিজে ধাক্কা খেয়ে পিছিয়ে পড়ে। মাত্র তিন দিন আগে কালো স্করপিওটি কিনেছেন তিনি। খানাপাড়া দিক থেকে আসা কালো স্করপিওতে তিনজন ছিলেন। তিনজনের হাতে বার এন্ট্রি ট্যাগ ছিল। কালো স্করপিওটি ইউ-টার্ন করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সাদা স্করপিওটিকে ধাক্কা দেয়।  মধ্যরাতে এ দুর্ঘটনাটি সংঘটিত হয়।

দুর্ঘটনাটি এতটাই মারাত্মক ছিল যে কালো স্করপিওটি দুমড়ে মুচড়ে যায়।

মাঝরাতে খানাপাড়ায় দু'টি স্করপিওর মুখোমুখি, হত যুবক-যুবতী 
মাঝরাতে খানাপাড়ায় দু'টি স্করপিওর মুখোমুখি, হত যুবক-যুবতী 

Author

Spread the News