দোষ ঢাকতে এনকাউন্টারের ভুয়ো গল্প, চার পুলিশ আধিকারিকের মৃত্যুদণ্ড
৩১ অক্টোবর : নিরপরাধ দুই ছাত্রকে গুলি করে হত্যা! সেই দোষ ঢাকতে এনকাউন্টারের (Encounter) ভুয়ো গল্প। চার পুলিশ আধিকারিককে মৃত্যুদণ্ড দিল পাকিস্তানের আদালত (Pakistan Court)। জানা গিয়েছে, ঘটনার ছ’বছর পর পাকিস্তানের আদালতে মামলার বিচারপ্রক্রিয়া শেষ হয়েছে।
২০১৮ সালে লাহোর (Lahore) থেকে ১৩০ কিলোমিটার দূরে পাকিস্তানের পঞ্জাব প্রদেশের ফৈসলাবাদ এলাকায় পুলিশের গুলিতে মৃত্যু হয় দুই ছাত্রের। আদালতে তাঁদের পরিবারের তরফে আইনজীবী জানিয়েছেন, সেদিন রাতে বাইরে খেতে গিয়েছিলেন দু’জন। বাইকে করে বাড়ি ফিরছিলেন তাঁরা। এক জায়গায় পুলিশ চেকপয়েন্ট তৈরি করেছিল। সেখানে তাঁদের বাইক আটকানো হয়। কিন্তু পুলিশের কথায় বাইক না থামিয়ে তাঁরা বেরিয়ে যেতে চেয়েছিলেন। তখনই গুলি চলে।
এরপর বিষয়টি ধামাচাপা দিতে গল্প বানিয়ে বলা হয়, ডাকাতি করে ওই দু’জন পালাচ্ছিলেন। তাই পুলিশ এনকাউন্টারে তাঁদের মেরেছে। পাকিস্তানের পঞ্জাবের নিম্ন আদালতে বিচারক সোমবার এই মামলার বিচারপ্রক্রিয়া শেষ করেন। ওই চার পুলিশ আধিকারিককে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তাঁদের পাকিস্তানি মুদ্রায় ১০ লক্ষ টাকা জরিমানাও করা হয়। জরিমানার ওই টাকা পাবে নিহত ছাত্রদের পরিবার।