‘আমার বাংলা’ নিউজের ডিজিটাল স্টুডিওয়ের দ্বারোদঘাটন দীপায়নের
বরাক তরঙ্গ, ৩০ অক্টোবর : কালী পুজোর প্রাক্কালে ‘আমার বাংলা’ নিউজের ডিজিটাল স্টুডিওর নয়া কার্যালয়ের দ্বারোদঘাটন হল। বুধবার সন্ধ্যায় রাধামাধব ক্যাবল নেটওয়ার্কের অধীনে থাকা শিলচর তারাপুরস্থিত ‘আমার বাংলা’ নিউজের ডিজিটাল স্টুডিওর নয়া কার্যালয়ের ফিতা কেটে দ্বারোদঘাটন করেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। উপস্থিত ছিলেন শিলচর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শংকর দে।
অনুষ্ঠানে বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেন, সঠিক সংবাদ পরিবেশন করাটা একটি নিউজ চ্যানেলের গুরুদায়িত্ব, সেই গুরুদায়িত্ব পালন করে যাচ্ছেন ‘আমার বাংলা’ নিউজের প্রত্যেক স্তরের সাংবাদিক সহ কর্মীরা। তিনি আশাবাদী এইভাবে সমাজের উন্নয়নের স্বার্থে, দুর্নীতির বিরুদ্ধে সক্রিয় ভূমিকা পালন করে যাবে আমার বাংলা নিউজ। এ ছাড়া বক্তব্য রাখেন শিলচর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শংকর দে।
নিউজের স্বত্বাধিকারী বিক্রম পাল বলেন, গত পাঁচ বছর থেকে বরাকের বিভিন্ন স্থানের রাজনৈতিক, ক্রিড়া, সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোকে নিয়মিত ভাবে প্রকাশ করে চলেছে আমার বাংলা নিউজের পরিবার। আজ বিটিএন নিউজের স্বত্বাধিকারী মণীষ দাস ও জিটিপিএলের পরিতোষ রায় দু’জনের সহযোগিতায় আজ সমগ্ৰ বরাক উপত্যকার গ্ৰাম-শহর সর্বত্র ‘আমার বাংলা’ নিউজ গিয়ে পৌঁছাবে।