৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে এনএম গুপ্তা ফুটবল
ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ২৬ অক্টোবর : ৩৩তম ক্যাপ্টেন নলিনীমোহন (এনএম) গুপ্ত ফুটবল টুর্নামেন্ট আগামী ৪ নভেম্বর থেকে ১১ নভেম্বর অবধি শিলচর জেলা ক্রীড়া সংস্থার সতীন্দ্রমোহন দেব মেমোরিয়াল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
খেলবে মহামেডান, নর্থইস্ট ইউনাইটেড, মণিপুরের রানেংদেই, আইজল এফসি, চ্যাম্পিয়ন দল পাবে ১ লক্ষ, রানার্স ৫০ হাজার
শনিবার শিলচর ডিএসএ-র তুলসী দাস বনিক সম্মেলন হলে সংবাদ মাধ্যমকে সম্বোধন করে, টুর্নামেন্টের কার্যকরী চেয়ারম্যান হিসেবে বিধায়ক দীপায়ন চক্রবর্তী এ কথা জানিয়ে বলেন, বছরের পর বছর ধরে এই টুর্নামেন্ট স্থানীয় প্রতিভা প্রদর্শনের মঞ্চ হিসেবে কাজ করেছে। টুর্নামেন্টে তিনি সবার সহযোগিতা কামনা করেন। ডিএসএ-র সাধারণ সম্পাদক অতনু ভট্টাচার্য বলেন, খেলা দুপুর ২টায় শুরু হবে। চূড়ান্ত ম্যাচটি ফ্লাডলাইটের আলোতে অনুষ্ঠিত হবে এবং এটি বিকেল ৫টায় শুরু হবে। মোট ছয়টি দল এই টুর্নামেন্টে অংশ গ্ৰহন করবে।টুর্নামেন্টকে কেন্দ্র করে প্রায় ২৫টি উপ-কমিটি গঠিত হয়েছে। টুর্নামেন্টের বাজেট প্রায় ৩০ লাখ টাকা।
ডিএসএ-এর সভাপতি শিবব্রত দত্ত বলেন, উপ-কমিটি গুলোর আহ্বায়ক হিসেবে রয়েছেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, কাছাড়ের জেলা আয়ুক্ত, কাছাড়ের পুলিশ সুপার, সংবাদপত্রের সম্পাদক, মালিক, চেয়ারপার্সন, বর্তমান এবং প্রাক্তন ডিএসএ কর্মকর্তারা, জাতীয় পর্যায়ের ফুটবলার এবং রেফারিরা। টিকিট এবং পাস শিলচর ডিএসএ থেকে সংগ্রহ করা যেতে পারে।বিজয়ী দল ১ লাখ টাকা, রানার্স আপ দল ৫০,০০০ টাকা, টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ৫,০০০ টাকা এবং প্রতিটি ম্যাচের ম্যান অব দ্যা ম্যাচ ১,০০০ টাকা দেওয়া হবে। এদিন অন্যান্যদের মধ্যে ডিএসএ-র সহকারী সাধারণ সম্পাদক তথা এই ফুটবল টুর্নামেন্টের মিডিয়া এবং প্রচারের দায়িত্বে আছেন দেবাশিস সোম এবং ডিএসএ কোষাধ্যক্ষ ও টুর্নামেন্টের অর্থ কমিটি উপস্থিত ছিলেন বুদ্ধদেব চৌধুরী।
উল্লেখ্য, ক্যাপ্টেন এনএম গুপ্ত ট্রফি প্রথমবার ১৯৬২ সালে অনুষ্ঠিত হয়েছিল। এদিকে, ছয়টি দলকে নিয়ে হচ্ছে এবারের আসর। তবে ছয় নম্বর দল এখনও চূড়ান্ত করা সম্ভব হয়নি। ইন্ডিয়া ক্লাব সরে যাওয়ার পর শিলচর সুপার লিগ রানার্স অরুণাচল এস এস এই প্রতিযোগিতায় অংশ নেয়ার আশা জেগেছিল। কিন্তু সে আশায় শেষ পর্যন্ত বালি পড়ল। দল গঠন করতে পারেননি সচিব অরিন্দম হোড়। তবে বাকি দলগুলোর মধ্যে রয়েছে আইএস এলের দল মহামেডান স্পোর্টিং ক্লাব এবং নর্থইস্ট ইউনাইটেড সহ আসরে থাকছে আইজল এফসি, পশ্চিম মণিপুরের নোনে জেলার দল ফুটবল ক্লাব রায়েংদাই এবং লেনরোল এফসি লক্ষীপুর।