নিজের স্বার্থে দলত্যাগীদের থেকে সরে সমাজের উন্নয়নে ভোট চাইলেন পরিমলের

ধলাইয়ে বিজেপির কর্মী সম্মেলন

রাজীব মজুমদার, ধলাই।
বরাক তরঙ্গ, ২৩ অক্টোবর : আগামীকাল, বৃহস্পতিবার  মনোনয়ন জমা করবেন বিজেপি মনোনীত প্রার্থী নীহাররঞ্জন দাস। মনোনয়ন জমা দেওয়ার একদিন আগে পালে হাওয়া তুলতে ধলাইবাজার শ্যামা প্রসাদ মুখার্জী মুক্ত মঞ্চে কর্মী সম্মেলন করল বিজেপি। দলের নরসিংহপুর মণ্ডল সভাপতি বিধানচন্দ্র পালের স্বাগত বক্তব্যের পর প্রার্থী নীহাররঞ্জন দাস কার্যকর্তাদের আশীর্বাদ গ্রহন করেন। সভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের প্রভারী হরিশ দ্বিবেদী বলেন, উপনির্বাচনে রাজ্যের সবকটি আসন বিজেপি ও মিত্রজোটের দখলে যাবে। 

সভায় সাংসদ পরিমল শুক্লবৈদ্য বলেন, ধলাইয়ের জনগণ বিজেপিকে প্রাণভরা ভালোবাসা দিয়ে ভোট দিয়ে পাঁচ বার বিধায়ক নির্বাচিত করেছেন। দুইবার রাজ্য সরকারের মন্ত্রীও হয়েছিলেন। সবার আশীর্বাদ ও অনুমতিক্রমে তিনি মন্ত্রীত্ব পদত্যাগ করে সাংসদ নির্বাচিত হয়েছেন। এবার উপনির্বাচনে দলীয় প্রার্থীকে আগের চেয়ে অধিক ভোটে জয়ী করতে সকলের প্রতি বিনম্র আবেদন জানান তিনি। সাংসদ পরিমল বলেন, রাষ্ট্রহিতে কাজ করে বিজেপি। প্রথমে রাষ্ট্র পরে দল ও শেষে ব্যক্তি প্রাধান্য থাকে বিজেপিতে। কোনও ব্যক্তির জন্য দল সিদ্ধান্ত গ্রহণ করা হয় না।

নিজের স্বার্থে দলত্যাগীদের থেকে সরে সমাজের উন্নয়নে ভোট চাইলেন পরিমলের

তিনি বলেন, প্রার্থী নীহাররঞ্জন দাসকে প্রার্থী মনোনীত করেছে দল, তাই দলের প্রার্থীকে জয়ী করতে কাজ করতে হবে। প্রতিটি বুথে বুথে পৌঁছে প্রার্থীর জন্য জনগণের আশীর্বাদ চাইবেন বলে জানান সাংসদ পরিমল। তিনি আরও বলেন, প্রার্থী নীহাররঞ্জন দাসকে অনেকে বহিরাগত বলে আখ্যা দিচ্ছেন। কিন্তু প্রার্থী ধলাইয়ের বাসিন্দা, এখানে পড়াশোনা করে এখানে রাজনৈতিক দায়িত্ব পালন করে গেছেন। বর্তমানে কর্মসূত্রে হয়তো বাইরে থাকেন। যারা নিজের স্বার্থে দলত্যাগ করে, তাদের থেকে সরে সমাজের উন্নয়নে ভোট প্রদানের আহ্বান করেন তিনি।

এ ছাড়া বক্তব্য রাখেন লক্ষীপুরের বিধায়ক তথা মণ্ডল ইনচার্জ কৌশিক রায়, জেলা সভাপতি বিমলেন্দু রায় প্রমুখ।

নিজের স্বার্থে দলত্যাগীদের থেকে সরে সমাজের উন্নয়নে ভোট চাইলেন পরিমলের

তাছাড়া সভায় উপস্থিত ছিলেন উধারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোম, জেলা বিজেপির সহসভাপতি রাজেশ দাস, সাধারণ সম্পাদক শশাঙ্কচন্দ্র পাল, ধলাই নরসিংহপুর মণ্ডলের প্রভারী নিত্যগোপাল চৌধুরী বিভিন্ন জিপি ইনচার্জগণ সহ বিভিন্ন স্তরের কর্মকর্তারা। সভা পরিচালনা করেন ধলাই নরসিংহপুর মণ্ডল সাধারণ সম্পাদক পৃথীশচন্দ্র দাস।

Author

Spread the News