বরতল চা-বাগানে অষ্টমীর রাতে বস্ত্র বণ্টন ইয়ং জেনারেশন গ্রুপের
বরাক তরঙ্গ, ১২ অক্টোবর : অষ্টমীর রাতে বস্ত্র বণ্টন করল শিলচর ইয়ং জেনারেশন গ্রুপ। শুক্রবার বরতল চা-বাগান এলাকায় গিয়ে ১৫০ জনের হাতে বস্ত্র তুলে দিলেন গ্রুপের কর্মকর্তারা। তার মধ্যে শাড়ি ১০০টি এবং শার্ট ছিল ৫০টি।
এলাকায় একজন ৯৬ বছর বয়সী এক ব্যক্তির হাতে শার্ট তুলে দিলে তিনি অত্যন্ত খুশি হয়েছেন। এতে সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন সম্পাদক অংশুমান দাস, লিপটু পাল, বিক্রম ঘোষ, গৌরব দেব ও সনু ভট।
এ দিকে, সংস্থা প্রত্যেকবার মতো দশমী দিনেও এইবার ১৫ হাজার দর্শনার্থীদের জন্য সরবত, জল, নিম্বু পানি ও চকলেটের ব্যবস্থা করেছে। সংস্থার সদস্যরা দেবদূত এর কাছে পেট্রোল পাম্প এর ঠিক উল্টো দিকে থাকবেন বলে জানান অংশুবাবু।