ট্র্যাক্টরের ট্রলারে বিসর্জন ঘাটে পৌঁছবে প্রতিমা

ট্র্যাক্টরের ট্রলারে বিসর্জন ঘাটে পৌঁছবে প্রতিমা

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ১১ অক্টোবর : শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমী নিয়ে জেলা প্রশাসন ও শিলচর পুরসভা প্রতিমা বিসর্জনের প্রস্তুতি কাজ চলছে সদরঘাটের বিসর্জনস্থল। এবার প্রতিমা বিসর্জনের ক্ষেত্রে ট্র্যাক্টর ব্যবহার করা হবে। ট্রাক থেকে দেবী দুর্গার প্রতিমাকে ট্র্যাক্টরের ট্রলার করে প্রতিমা নিয়ে যাওয়া হবে বিসর্জন ঘাটে। সেখান থেকে সরাসরি নদীতে বিসর্জন করা হবে। এনিয়ে জোরকদমে কাজ করছে শিলচর পুরসভা ও জেলা প্রশাসন।

এ দিকে, তিথি অনুযায়ী শনিবার বিজয়া দশমী। তাই এদিন কিছু প্রতিমা বিসর্জন করা হবে।

ট্র্যাক্টরের ট্রলারে বিসর্জন ঘাটে পৌঁছবে প্রতিমা
ট্র্যাক্টরের ট্রলারে বিসর্জন ঘাটে পৌঁছবে প্রতিমা

Author

Spread the News