সকাল সাতটার মধ্যেই মহাসপ্তমীর পুজো শেষ করতে হয়েছে

এস চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ১০ অক্টোবর : তিথি বিভ্রাটে পূজার সময় খুব কম, সপ্তমী পুজো সমাপ্ত করতে হয়েছে পুরোহিতদের সকাল সাতটার মধ্যে। একইভাবে অষ্টমী ও নবমী পূজার পড়ে যায় একই দিনে।
মহাসপ্তমী দিনে শিলচর শহরের প্রত্যেকটি পুজো মণ্ডপে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হতে দেখা যায়। আজ মহাসপ্তমী দিনে প্রত্যেক পূজামণ্ডপে পুরোহিতরা দেবী দুর্গা মায়ের পূজা অর্চনা করে দুর্গা মাকে আরাধনা করেন। এবং দেবী দুর্গা মায়ের সামনে বিভিন্ন রকমের ফল দিয়ে নৈবিদ্য সাজিয়ে দিতে দেখা যায়। ভক্তরা দুর্গা মায়ের রাতুল চরণে শ্রদ্ধাভরে পুষ্পাঞ্জলি অর্পণ করেন। শহরের প্রত্যেক পূজা মণ্ডপে মহিলারা উলুধ্বনি এবং শঙ্খ ধ্বনি দিয়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

