ভেঙে পড়ল হেলিকপ্টার,  মৃত্যু তিনজনের

ভেঙে পড়ল হেলিকপ্টার,  মৃত্যু তিনজনের

২ অক্টোবর : সাতসকালেই দুর্ঘটনার কবলে হেলিকপ্টার। যাওয়ার পথে মাঝাকাশে ভেঙে পড়ে সেটি। ঘটনাস্থলেই মারা গিয়েছেন সেটিতে থাকা তিন যাত্রী। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পুনেতে।

জানা যায়, বুধবার সকালেই হেলিকপ্টারটি পুনের অক্সফোর্ড গলফ ক্লাবের হেলিপ্যাড থেকে উড়েছিল। গন্তব্য ছিল মুম্বই। কিন্তু মাঝপথে ৬ টা ৪৫ নাগাদ বাভধানের একটি পাহাড়ি অঞ্চলের কাছে ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায় হেলিকপ্টারটিতে।

পুলিশ জানিয়েছে, হেলিকপ্টারটি দিল্লির এক বেসরকারি বিমান সংস্থার ছিল। এই বিমানে ছিলেন দুই পাইলট সহ এক ইঞ্জিনিয়ার। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় দুটি অ্যাম্বুলেন্স সহ চারটি অগ্নি নির্বাপক গাড়ি।

ভেঙে পড়ল হেলিকপ্টার,  মৃত্যু তিনজনের

ভোর থেকেই এলাকা ছিল কুয়াশাচ্ছন্ন। প্রাথমিক তদন্তে অনুমান, খারাপ আবহাওয়ার কারণেই ঘটে বিপত্তি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তারা জানিয়েছে, মৃতদের শনাক্ত করা গিয়েছে। দুই পাইলটের নাম পরমজিৎ সিং এবং জিকে পিল্লাই আর ইঞ্জিনিয়ারের নাম প্রীতম ভরদ্বাজ। তাঁদের পরিবারের সঙ্গে ইতিমধ্যেই যোগাযোগ করা হয়েছে।
খবর : আজকাল ডট ইন।

ভেঙে পড়ল হেলিকপ্টার,  মৃত্যু তিনজনের

Author

Spread the News