পালংঘাটে জয়ী সুন্দরী ২য় খণ্ড
বরাক তরঙ্গ, ১ অক্টোবর : পালংঘাট গ্রামীন ফুটবল টুর্নামেন্টে জয়ী হল সুন্দরী জিপির সুন্দরী ২য় খণ্ড দল। মঙ্গলবার পালংঘাট সিসিজেসি স্কুল খেলার মাঠে আয়োজিত পীযূষচন্দ্র দাস স্মৃতি গ্রামীণ ফুটবল টুর্নামেন্টে সুন্দরী জিপির সুন্দরী ২য় খণ্ড দল। এদিন তারা টাইব্রেকারে হারায় জারইলতলা দলকে। ম্যাচের প্রথমার্ধ্ব ছিল গোল শূন্য। দ্বিতীয়ার্ধের ৩২ মিনিটে জারইলতলা দলের পক্ষে একমাত্র গোল করেন সমির সিংহ। ৫২ মিনিটে টিটু দলকে সমতায় ফিরে। অবশেষে ১-১ গোলে খেলা ড্র থেকে যায়। এরপর টাইব্রেকারে খেলা মিমাংসা হয়। টাইব্রেকারে ৫-৩ গোলে জয়ী হয় সুন্দরী ২য় খণ্ড দল। খেলা পরিচালনা করেন ইজাজ লস্কর, সেলিম লস্কর, রাকিব হুসেন ও মোস্তাক লস্কর।
এদিন সেরা খেলোয়াড় নির্বাচিত হন বিজয়ী দলের গোল রক্ষক দুলাল আহমেদ । তাঁর হাতে ম্যান অব দ্যা ম্যাচ ট্রফি তুলে দেন এদিনের আমন্ত্রিত অতিথি ধীরেন সিংসহ অন্যান্যরা।