পুলিশকর্মী হত্যাকারী লরি চালককে এনকাউন্টার, গুরুতর আহত

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৫ ডিসেম্বর : চুরাইবাড়িতে পুলিশকর্মী হত্যাকারী লরি চালককে এনকাউন্টার করলো শ্রীভূমি পুলিশ। গুলিবিদ্ধ হয়ে গুরুতর অবস্থায় রয়েছেন লরিচালক অভিজিৎ শব্দ কর। সূত্রে জানা যায়, শনিবার কাকভোরে ভয়ঙ্কর দুর্ঘটনার তদন্ত করতে লরি চালক অভিজিৎকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে শনিবার রাতে গিয়েছিল পুলিশ। সেই সময় পুলিশের হাত থেকে বন্দুক কেড়ে নিয়ে পালানোর চেষ্টা করে অভিজিৎ শব্দকর। পুলিশ প্রথমে শূন্যে গুলি ছুঁড়ে। এরপরও শব্দকর পালাতে থাকলে বাধ্য হয়ে তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে গুলিবিদ্ধ হয় চালক শব্দকর। গুরুতর আহত হয়। বর্তমানে চিকিৎসাধীন অভিজিৎ।

উল্লেখ্য, শ‌নিবার কাক‌ভো‌রে ত্রিপুরা থে‌কে এক‌টি বার চাকার কার্টন বোঝাই ল‌রি চুরাইবা‌ড়ি পু‌লিশ চেক গে‌টে পৌঁছলে গা‌ড়ি‌কে চে‌কিংয়ের জন্য সিগন‌্যাল দেয় স্থানীয় পু‌লিশ। এ‌তে ল‌রি চালক গা‌ড়ি‌টি দাঁড় না ক‌রি‌য়ে দ্রুত গ‌তি‌তে পু‌লি‌শের ব‌্যরি‌কেড ভেঙে এ‌গো‌তে গে‌লে ল‌রির সংস্প‌র্শে এ‌সে গুরুতর আহত হন উজ্জ্বল বরা। এরপর হাসপাতালেই মৃত্যু হয় বরার।

পুলিশকর্মী হত্যাকারী লরি চালককে এনকাউন্টার, গুরুতর আহত

ঘটনার পর টিআর ০১ এইউ ১৬৭২ নম্বরের লরিটি পালিয়ে যেতে রাতাবাড়ি এলাকায় প্রবেশ করে। ফলে সঙ্গে সঙ্গেই রাতাবাড়ির ওসি বিমল ছেত্রী পুলিশ বাহিনী নিয়ে লরির পিছু ধাওয়া করেন। কিন্তু দুল্লভছড়া-নিভিয়া সড়কের ফানাইরবন্দ এলাকায় এসে লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাগ্রস্থ হয়ে সড়কের পাশে পাল্টে যায়। সেই সঙ্গে রাতাবাড়ি থানার গাড়িও দুর্ঘটনায় পতিত হয়। এতে ওসি বিমল ছেত্রীও অল্প আহত হয়েছেন। পরবর্তীতে ঘাতক লরিচালক অভিজিৎ শব্দকর ও খালাসি গিয়াস উদ্দিনকে গ্রেফতার করতে সক্ষম হয়। চালক অভিজিৎ শব্দকারের বাড়ি ত্রিপুরার পানিসাগর এলাকার কালীবাড়ি গ্রামে ও খালাসি গিয়াস উদ্দিনের বাড়ি ত্রিপুরার চানপুর এলাকায়। লরিটিতে ব্যবহৃত খালি কার্টন বোঝাই ছিল। শ্রীভূমির অতিরিক্ত পুলিশসুপার প্রণবজ্যোতি কলিতা সহ পুলিশের অন্যান্যা আধিকারিকরা ও ঘটনাস্থলে উপস্থিত হন। তাঁরা লরিতে তল্লাশি চালিয়ে চালকের আসনের নীচে থাকা গোপন চেম্বার থেকে দশটি কৌটা ভর্তি ২০ হাজার ইয়াবা ট্যাবলেট সহ নগদ ১০ হাজার টাকা উদ্ধার করেন। উদ্ধারকৃত মাদকের বাজার মূল্য আনুমানিক ৫ কোটি টাকা বলে জানা গেছে।

Author

Spread the News